বাবা মায়ের স্বপ্নপূরণে ব্যর্থ, আত্মঘাতী স্কুল পড়ুয়া, আক্ষেপ করে বিশেষ আর্জি জানালেন আদানি

বাংলাহান্ট ডেস্ক : জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় আত্মঘাতী হলেন তরুণী। উত্তরপ্রদেশের গোরখপুরের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী আত্মহত্যার আগে বাবা মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে গিয়েছেন। বাবা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। মা বাবার স্বপ্নপূরণে ব্যর্থ হওয়ায় এত বড় এক পদক্ষেপ নিয়েছেন ওই স্কুলপড়ুয়া। মর্মান্তিক ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)।

পড়ুয়ার আত্মহত্যায় আক্ষেপ আদানির (Gautam Adani)

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আদানি (Gautam Adani) গ্রুপের চেয়ারম্যান লিখেছেন, ‘প্রত্যাশার বোঝার চাপে পড়ে একজন মেধাবী ছাত্রীর এভাবে চলে যাওয়া খুবই হৃদয়বিদারক। জীবন যেকোনো পরীক্ষার থেকে বড়, এই কথাটা অভিভাবকদের যেমন বুঝতে হবে, তেমনি সন্তানদেরও বোঝাতে হবে’।

Gautam adani reacts to school student suicide case

কী লিখলেন শিল্পপতি: আদানি (Gautam Adani) আরো লিখেছেন, ‘আমি লেখাপড়ায় খুব সাধারণ ছিলাম। পড়াশোনা এবং জীবনে বহুবার অসফলও হয়েছি, কিন্তু প্রতিবার জীবন নতুন রাস্তা দেখিয়েছে। আপনাদের সবার কাছে আমার একটাই আর্জি, ব্যর্থতাকে কখনো সবকিছুর অন্ত ভাববেন না। কারণ জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়’।

আরো পড়ুন : চাপ বাড়বে বাংলাদেশের! চিনের আগ্রাসনেও পড়বে লাগাম, মোদী-ট্রাম্প বৈঠকেই আসল ধামাকা

চরম পদক্ষেপ ছাত্রীর: বুধবার গোরক্ষপুরের এক বেসরকারি কোচিং ইনস্টিটিউট থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পড়াশোনার জন্য তিনি সেখানেই থাকতেন বলে খবর। কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন ঠিকই, তবে দুদিন থেকেই আবার ইনস্টিটিউটে ফিরে যান তিনি। সুইসাইড নোটে ওই পড়ুয়া লেখেন, ‘মা বাবা আমি দুঃখিত। তোমরা আমাকে ক্ষমা কোরো। আমাদের সফর এখানেই শেষ হল। আমি পারিনি। তোমরা কেঁদো না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি তোমাদের স্বপ্নপূরণ করতে পারলাম না’।

আরো পড়ুন : হুড়মুড়িয়ে নামল TRP, জলসার ৫ মাস পুরনো মেগা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ!

ভেঙে পড়েছেন ছাত্রীর বাবা। তিনি জানান, বুধবার সকালেও মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। জয়েন্টে খারাপ ফলের কথা বললে তিনি বলেছিলেন, হতাশ না হয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে। কিন্তু মেয়ে যে এমন চরম সিদ্ধান্ত নেবে তা তিনি ভাবতে পারেননি।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর