বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। শুধু তাই নয়, এবার আদানি সিমেন্ট দেশেদের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি থেকে প্রথম স্থানে পৌঁছে যাওয়ার জন্য ক্রমশ প্রসারিত হচ্ছে। এমতাবস্থায়, দেশের নম্বর ওয়ান সিমেন্ট কোম্পানি আল্ট্রাটেকের সাথে একটি বড় যুদ্ধ জিতেছেন আদানি। পাশাপাশি, ৮,১০০ কোটি টাকায় একটি বড় চুক্তি সম্পন্ন হতে চলেছে।
বাজিমাত করলেন গৌতম আদানি (Gautam Adani):
জানিয়ে রাখি, সি.কে. বিড়লা গ্রুপের একটি সিমেন্ট কোম্পানি ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেডের অংশীদারিত্ব কেনার জন্য আদানি গ্রুপের অম্বুজা সিমেন্ট, আদিত্য বিড়লা গ্রুপের আলট্রাটেক সিমেন্ট এবং JSW গ্রুপের JSW সিমেন্ট এই ৩ কোম্পানি একইসাথে টক্কর দিয়েছিল। শেষ পর্যন্ত এই চুক্তিতে বাজিমাত করেছে অম্বুজা সিমেন্ট।
৮,১০০ কোটি টাকায় চুক্তি: অম্বুজা সিমেন্ট এখন ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেডের ৪৬.৮ শতাংশ শেয়ার ৮,১০০ কোটি টাকায় অধিগ্রহণ করবে। এর মাধ্যমে, ২০২৪-২৫ সালে এর মোট উৎপাদন ক্ষমতা প্রতি বছর ১০ কোটি টনে পৌঁছবে। এতে ভারতের সিমেন্ট বাজারে অম্বুজা সিমেন্টের মোট শেয়ার ২ শতাংশ বাড়বে। জানিয়ে রাখি যে, অম্বুজা সিমেন্ট গৌতম আদানির (Gautam Adani) সিমেন্ট ব্যবসার অংশ। অম্বুজা ছাড়াও এসিসি লিমিটেডও আদানি সিমেন্টের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: নিলামের আগে দিল্লিকে “আনফলো” করলেন ঋষভ! কোন দলে লেখাবেন নাম? মিলল ইঙ্গিত
শুধু তাই নয়, অম্বুজা সিমেন্ট আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ওরিয়েন্ট সিমেন্টের অতিরিক্ত ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ওপেন অফার আনবে। এই ওপেন অফারে, ওরিয়েন্ট সিমেন্টের শেয়ার হোল্ডারদের প্রতি শেয়ারের মূল্য ৩৯৫.৪০ টাকা হবে। এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পর অম্বুজা সিমেন্টের শেয়ার ১.৪৯ শতাংশ বেড়েছে এবং ওরিয়েন্ট সিমেন্টের শেয়ারের দামও ১.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে প্রোটিন জোগাচ্ছে ভারত! ফের রফতানি করা হল ২.৩১ লক্ষ ডিম
নিজেরাই টাকা জোগাড় করবে: আদানি সিমেন্ট অভ্যন্তরীণ উৎস থেকে এই চুক্তির জন্য অর্থের ব্যবস্থা করবে। উল্লেখ্য যে, ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেডের কারখানার অবস্থানে উচ্চ মানের চুনাপাথরের মজুত রয়েছে। এই অধিগ্রহণের পরে, আদানি সিমেন্টের মোট ক্ষমতা বছরে ১.৬৬ কোটি টন বৃদ্ধি পাবে। জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ সুইস সিমেন্ট কোম্পানি হলসিম সিমেন্টের অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেডের অংশীদারিত্ব কিনে সিমেন্ট সেক্টরে প্রবেশ করেছিল। এখন আদানি গ্রুপ ঋণ থেকে এই চুক্তির জন্য অর্থ সংগ্রহ করেছে।