বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম দুই ম্যাচে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের পর বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুলের (KL Rahul) অসাধারণ ব্যাটিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জয় এনে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অভাবনীয় বোলিংয়ের পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আগ্রাসী শতরানে ভর করে আফগানদের উড়িয়ে দিল ভারত। ভারতের এই জয় বাকিদের মতোই অত্যন্ত আনন্দিত প্রাক্তন ভারতীয় ওপেনের গৌতম গম্ভীর।
সকলেই জানেন যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামটি বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনেরই অত্যন্ত কাছের। দুজনেরই কিংবদন্তি হয়ে ওঠা যাত্রাটা শুরু হয়েছিল এই স্টেডিয়াম থেকেই। দুজনের নামেই এই স্টেডিয়ামে বিশেষ স্ট্যান্ড রয়েছে।
এদিন ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকা গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল যখন বিরাট কোহলির মতন একজন তারকা ক্রিকেটার এত সাফল্য পাওয়ার পর যেখান থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন স্ট্যান্ডের সামনে পারফরম্যান্স করতে নামেন তখন সেই মুহূর্তটা তার কাছে কতটা আবেগপূর্ণ হতে পারে।
এই প্রশ্নের জবাবে গৌতম গম্ভীর বলেছেন, “পুরনো সমস্ত স্মৃতি এই সময় মনে পড়ে যাওয়ার কথা। তবে আমার মনে হয় আবেগপ্রবণ হওয়ার থেকেও বেশি তার গর্ব অনুভব হওয়া উচিত যে নিজেকে এই উচ্চতায় তিনি তুলে আনতে পেরেছেন আর বিশ্বকাপের মত মঞ্চে নিজের ঘরের মাঠে পারফরম্যান্স দেখানোর একটা সুযোগ পাচ্ছেন।”
সত্যিই বিরাট কোহলি এদিন রোহিত শর্মার মতন বিধ্বংসী না হলেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৫৬ বলে ৫৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুটি অর্ধশতরান করে সর্বোচ্চ রান সংগ্রহক হওয়ার দৌড়ে রয়েছেন বিরাট ভালোভাবেই। কোহলি ভক্তরা আশা করবেন পাকিস্তানের বিরুদ্ধে যেন তার হাফসেঞ্চুরিগুলি শতরানে পরিণত হয়।