২ তারকাকে বিশ্বকাপের আগেই নায়ক ঘোষণা করেছিলেন গম্ভীর! দুজনেই ভারতের মাটিতে চূড়ান্ত ফ্লপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঠিক ১২ বছর আগে ধোনির নেতৃত্বে ভারতের মাটিতেই দুর্দান্তভাবে নিজেদের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল। আর সেই দলে ধোনির হাতের গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে তার খেলা ৯৭ রানের ইনিংসটি আজও অনেক এখন বিশ্বকাপে খেলা কোনও ভারতীয়র সেরা ইনিংস হিসাবে দেখেন। তাই চলতি বিশ্বকাপ (2023 ODI World Cup) শুরুর আগে নানান বিষয়ে তার মতামতগুলিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর এই বিশ্বকাপ নিয়ে যা কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে বেশিরভাগই মিলছে না। তিনি বরাবরই সাধারণ মানুষদের থেকে কিছুটা অন্যরকম মতামত রাখার অভ্যাস নিয়ে চলেন। বহু ক্ষেত্রে তার মতামত বা ভবিষ্যৎবাণী সত্যি হতেও দেখা গিয়েছে। কিন্তু আপাতত এই বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে তিনি যে দুটি ভবিষ্যৎবাণী করেছিলেন তা মিলছে না।

গম্ভীর বলেছিলেন যে তিনি মনে করেন ভারতের মাটিতে সবচেয়ে সফল ক্রিকেটার হওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। বাবর বিশ্বকাপ মাতিয়ে দেবেন এমন কথা তিনি বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন। কিন্তু ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুটি অর্ধশতরান ছাড়া এখনো অবধি বলার মত কিছুই করে উঠতে পারেননি পাক অধিনায়ক। আর তার চেয়েও বড় বিষয় হলো ওই দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে।

kohli laugh at pakistan

নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন বাবর। তিনি বাকি বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলে পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে পারবেন কিনা সেই নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। আর গম্ভীরের এই মতামতের পাশাপাশি তারা আরেকটি মতামত চূড়ান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: ম্যাচ জিতলেও বিশ্বকাপে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন রোহিত! অবশেষে নিজের দোষ দেখতে পেলেন হিটম্যান

বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিছু প্রাক্তন তারকার কাছে এক সংবাদমাধ্যম প্রশ্ন রেখেছিল যে তাদের ধারণা অনুযায়ী এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারে। তখন সকলকে চমকে দিয়ে ভারতের কোন ক্রিকেটারের নাম না নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (Jos Buttler) নাম নিয়েছিলেন গম্ভীর। বাটলার একজন টপ অর্ডারের ব্যাটার নন। গম্ভীর তাও কেন তার নাম নিয়েছিলেন সেটা কেউই বুঝতে পারেননি। কিন্তু আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানের একটি ইনিংস বাদ দিয়ে আর মনে রাখার মতন কিছুই করতে পারেননি বাটলার। তার উল্লেখিত দুই তারকা চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারও হয়েছেন গৌতম গম্ভীর।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর