KKR-র সঙ্গে বেইমানি সহ্য করতে পারলেন না গম্ভীর, আম্পায়ারদের করলেন তুলোধোনা

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল ২০২১-এর ৪৫ তম ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৫ উইকেটে হারিয়ে দেয়। এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল একটি অনবদ্য অর্ধ শতরানের ইনিংস খেলে পাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। কিন্তু এই ম্যাচেই এমন একটি ঘটনা ঘটে, যার দরুন বড় বিবাদের সৃষ্টি হয়েছে। এই ম্যাচের পর থেকেই আম্পায়ারদের তুলোধোনা করা হচ্ছে।

এই ম্যাচে পাঞ্জাবের ব্যাটিংয়ের সময় কেএল রাহুল যখন অনবদ্য ব্যাটিং করছিলেন, তখন কলকাতার প্লেয়ার রাহুল ত্রিপাঠি তাঁর একটি অবিস্মরণীয় ক্যাচ ধরেন। কিন্তু সেই ক্যাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। উল্লেখ্য, ১৯ তম ওভারে শিবমের বলে রাহুল একটি হাওয়ায় শট মারে, আর সেই শট রাহুল বাউন্ডারির কাছে মুঠোবন্দি করে নেয়।

রাহুলের সেই অনবদ্য ক্যাচ আম্পায়াররা বুঝতে না পেরে থার্ড আম্পায়ারের কাছে নির্ণয় নেওয়ার জন্য পাঠান। দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর থার্ড আম্পায়াররা জানান যে, বল মাটি ছুঁয়েছিল এবং ওনারা রাহুলকে নট আউট আখ্যা দেয়।

কলকাতার প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোওয়ান ত্রিপাঠির ওই ক্যাচকে বাতিল করায় থার্ড আম্পায়ারদের সমালোচনা করেছেন। লোকেশের নেতৃত্বাধীন পাঞ্জাব কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে দেয়। কিন্তু ক্যাচটি বৈধ হলে ফলাফল অন্য কিছু হতে পারত। যেই সময় ওই ক্যাচটি এসেছিল, সেই সময় ৯ বলে ১১ রানের দরকার ছিল পাঞ্জাবের।

IMG 20210913 200624

ম্যাচের পর গম্ভীর আর সোওয়ান থার্ড আম্পায়ারের সমালোচনা করেন। গম্ভীর স্টার স্পোর্টসকে জানান, ‘এটা অবাক করা ছিল, ওটার রিপ্লে বেশিবার দেখার দরকার ছিল না। তাঁরা যদি রাহুলকে আউট দিত তাহলে পরিস্থিতি অন্য কিছু হত। আমরা এরকম কিছু বরদাস্ত করব না।” সোওয়ান বলেন, এটা থার্ড আম্পায়ারের সবথেকে বাজে সিদ্ধান্ত ছিল। এরকম সিদ্ধান্ত আমি আজ পর্যন্ত দেখিনি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর