ভালো খেলেছে বলে নয়, এই বিশেষ কারণে এশিয়া কাপ জিতেছে ভারত! মন্তব্য গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) এশিয়া কাপের (2023 ODI World Cup) পারফরম‍্যান্স দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) মাঠে নেমে ভারতীয় বোলিংয়ের দাপট ছিল অস্বাভাবিক বা বলা ভালো মূলত মহম্মদ সিরাজের দাপটের সামনে উড়ে গিয়েছিল শানাকা, সামারাবিক্রমা, আশালঙ্কারা। কুশল মেন্ডিস ছাড়া আর কোনও শ্রীলঙ্কান ক্রিকেটের লড়াই করতে পারেনি। ফলস্বরূপ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৫০ রানের মধ্যে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

এই রান তাড়া করে জিততে কোনও অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৩৭ বলে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লুজ। রোহিত শর্মা এদিন নিজে ওপেন করতে নামেননি। শুভমান গিলের সঙ্গে ওপেন করতে পাঠানো হয়েছিল ঈশান কিষাণকে। দুজনেই ম্যাচের শেষে অপরাজিত থেকে যান। মাত্র ৭ ওভার বোলিং করে ১টি মেডেন সহ ২১ রান দিয়ে ৬টি উইকেট তোলার জন্য ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। অসাধারণ বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাও।

siraj hardik

ম্যাচের শেষে যখন সকলে সিরাজের প্রশংসায় পঞ্চমুখ, তখন গৌতম গম্ভীরকে একটু উল্টো সুর গাইতে শোনা গেল। সিরাজ বা বুমরা-কে তিনি বিশ্বমানের বোলার মানতে অস্বীকার করেননি। কিন্তু ভারতীয় বোলারদের যতটা প্রশংসা করা হচ্ছে ততটা প্রশংসা করার মতো কাজ তারা করেননি বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

তার এই ধারণার কারণও ব্যাখ্যা করে দিয়েছেন গম্ভীর। তার মতে মেঘলা আবহওয়ায় বল যেখানে সুইং করছে সেখানে ব্যাটারদের আরও অনেক বেশি সতর্ক হয়ে খেলা উচিত ছিল। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা তেমনটা করার চেষ্টাই করেনি। বল যখন মারাত্মক সুইং করছে হাওয়ায়, তখন ডেলিভারিগুলি ছেড়ে দেওয়ার বদলে সেগুলি শরীর থেকে দূরে খেলার চেষ্টা করে গিয়েছেন। ফলে না হয়েছে ঠিকঠাক আক্রমণ এবং না হয়েছে ঠিকঠাক ডিফেন্স।

আরও পড়ুন: এলো অষ্টম এশিয়া কাপ খেতাব, একপেশে ফাইনালে ২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ী ভারত!

তাই গম্ভীরের মতে ভারতীয় বোলারদের কৃতিত্ব অবশ্যই রয়েছে শ্রীলঙ্কাকে এত কম রানে আটকানোর জন্য, কিন্তু ৫০ রানে অলআউট হওয়ার ঘটনা যতটা না ভারতীয় বোলারদের দক্ষতার কারণে ঘটেছে, তার চেয়ে অনেক বেশি শ্রীলঙ্কার ব্যাটারদের খেলার প্রতি মনোভাবকে দায়ী করছেন গম্ভীর। বিশ্বকাপে অন্যান্য বড় প্রতিপক্ষগুলি ভারতের বিরুদ্ধে এই ভুল করবে না সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর