কোহলি সেরা নন, বিশ্বকাপের আগে ফের বিতর্কিত মন্তব্য গম্ভীরের! ঠুকলেন সচিনকেও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) হচ্ছেন ভারতের ক্রিকেট জগতের সবচেয়ে বিতর্কিত একটি চরিত্র। ভারতীয় দলের জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। কিন্তু দুঃখের ব্যাপার ভারতীয় দলের জার্সিতে করা ওই পারফরম্যান্স গুলি নয় আজকাল তিনি নিজের বিতর্কে জড়ানোর স্বভাবের কারণেই বেশি সংখ্যক লোকের মনে জায়গা করে নেন।

কিছুদিন আগে আইপিএল চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বছর জড়িয়ে তিনি শিরোনামে এসেছিলেন। সম্প্রতি এশিয়া কাপে ধারাভাষ্য দেওয়ার কাজ করতে গিয়ে বিদেশি ক্রিকেট ভক্তদের মধ্যমা দেখিয়ে তিনি শিরোনামে এসেছিলেন। তার কথা বলা মানেই নতুন কোন বিতর্কের আভাস পাওয়া।

সম্প্রতি একটি টক শো-তে র‍্যাপিড ফায়ার রাউন্ডে তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের দুই ফরম্যাটে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া গৌতম গম্ভীর একটি প্রশ্নের জবাবে বলেছেন তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হলো তার পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়া। তার এই কথা শুনে অনেকেই আশ্চর্য হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের

এরপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলির মধ্যে এই দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার কে? কিন্তু তিনি এই ৩ জনের মধ্যে থেকে কারোর নাম নেননি। গৌতম গম্ভীর এদের মধ্যে থেকে কারোর নামই নেননি। নিজের পুরোনো সতীর্থ যুবরাজ সিং-এর নাম নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের আগে BCCI-এর কাছে হাত পাতলো PCB! কারণ শুনলে অবাক হবেন

gambhir yuvraj

সম্প্রতি তিনি ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন। ২০২৩ সালের আসন্ন ওডিআই বিশ্বকাপের দলে শার্দূল ঠাকুরকে জায়গা দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন তিনি। তার বদলে একজন জেনুইন পেসারকে বা স্পিনারকে দলে নিলে ভারতের নাম হতো বলে মনে করছেন তিনি।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর