হয়ে গেল কনফার্ম! গম্ভীরই হচ্ছেন ভারতীয় দলের হেড কোচ, এইদিন ঘোষণা করবে BCCI

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) কোচের দায়িত্বে এবার কাকে দেখা যাবে এই নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচ হিসেবে মেয়াদ শেষ হবে চলতি মাসেই। এমতাবস্থায়, ভারতীয় দলের নতুন কোচ খুঁজতে শুরু করে BCCI (Board of Control for Cricket in India)। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের নতুন কোচ হতে চলেছেন।

রবিবার অর্থাৎ ১৬ জুন, দৈনিক জাগরণ-এর একটি রিপোর্ট অনুসারে, গম্ভীরের নিয়োগ প্রায় সম্পূর্ণ এবং জুনের শেষের দিকে ভারতের নতুন প্রধান কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে। পাশাপাশি, ওই রিপোর্টে এটাও জানানো হয়েছে যে, BCCI-এর একজন আধিকারিক গম্ভীরের নিয়োগের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে উপযুক্ত সময়ে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

Gautam Gambhir will be the head coach of the Indian team.

এদিকে, গম্ভীর BCCI-কে তাঁর সাপোর্ট স্টাফ আনার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হলেন বিক্রম রাঠোর। আর বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পারস মাহামব্রে। এদিকে, টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসেবে দ্রাবিড়ের সাপোর্ট স্টাফে রয়েছেন টি. দিলীপ।

আরও পড়ুন: ভোটের পর্ব মিটতে না মিটতেই লিটারে বাড়ল ৩ টাকা, পেট্রোল-ডিজেলের নতুন দামে মাথায় হাত জনগণের

গত ৩ বছর ধরে IPL-এ মেন্টরের দায়িত্ব পালন করছেন গম্ভীর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গম্ভীর এখনও পর্যন্ত কোনো দলকে পূর্ণকালীন ভিত্তিতে কোচিং করাননি। কিন্তু গত ৩ বছর ধরে মেন্টর হিসেবে IPL-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গম্ভীর ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের সাথে থেকে ওই দলকে তাদের ব্যাক-টু-ব্যাক প্লে অফে যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন। এদিকে, গম্ভীর চলতি বছরের IPL শুরু হওয়ার আগে KKR-এ যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি বাজিমাত করেন ও KKR এবারের IPL-এ চ্যাম্পিয়নও হয়।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে এবার আসল লড়াই! সুপার-8 রাউন্ডের সময়সূচি ঘোষণা ICC-র, কবে-কখন-কোথায় হবে ম্যাচ?

ভারতের পরবর্তী প্রধান কোচ হওয়ার ক্ষেত্রে সামনে এসেছিল একাধিক বড় নাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, রাহুল দ্রাবিড়ের পরে ভারতীয় দলের কোচ কে হবেন এই প্রসঙ্গে রিকি পন্টিং থেকে শুরু করে স্টিফেন ফ্লেমিং, মাহেলা জয়াবর্ধনে এবং জাস্টিন ল্যাঙ্গারের মতো একাধিক দুর্দান্ত খেলোয়াড়ের নাম সামনে এসেছিল। কিন্তু, BCCI এই ভূমিকার জন্য একজন ভারতীয়কেই প্রাধান্য দিচ্ছিল। এমতাবস্থায়, প্রধান কোচ হিসেবে গম্ভীরের প্রথম দায়িত্ব শুরু হতে পারে জুলাইয়ে ভারতের জিম্বাবোয়ে সফর থেকে। জানিয়ে রাখি যে, সন্দীপ পাটিল, মদন লাল, কপিল দেব এবং রবি শাস্ত্রীর পরে, গম্ভীর পঞ্চম বিশ্বকাপ জয়ী হিসেবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর