জ্বর গায়ে ঘন্টার পর ঘন্টা শ্যুটিং,জি বাংলাকে হারিয়ে কী বলছেন গীতা হিয়া?

বাংলা হান্ট ডেস্ক: এতদিন ধরে ঘাড়ে নিঃশ্বাস ফেললেও কিছুতেই বেঙ্গল টপারের (Bengal Topper) জায়গা থেকে জি বাংলার (Zee Bangla) দুই হিট মেগা ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’রকে সরাতে পারছিল না স্টার জলসার (Star Jalsha) মেগা সিরিয়ালগুলি। তবে অবশেষে এই বৃহস্পতিবারই ঘটে গেল সেই অঘটন। বহুদিন পর জি বাংলাকে হারিয়ে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিয়েছে স্টার জলসা।

বেঙ্গল টপার হয়ে প্রথম প্রতিক্রিয়া ‘গীতা LLB’ (Geeta LLB) হিয়া মুখার্জীর

আর এদিন এই অসাধ্য সাধন করে দেখিয়েছে স্টার জলসার ‘গীতা LLB’ (Geeta LLB) অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)। এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তীর প্রোডাকশন হাউসের এই জনপ্রিয় মেগা সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই বেশি যে বাংলা ছাড়িয়ে এই সিরিয়াল এখন সম্প্রচারিত হচ্ছে হিন্দিতেও। আর সেই হিন্দি রিমিকের সম্প্রচার শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই। এই সিরিয়ালে অবশ্য দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের আরো এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা মিত্রকে।

এমনিতে শুরু থেকেই ‘গীতা LLB’ (Geeta LLB) টিআরপি তালিকায় ভালোই স্কোর করে আসছিল। তবে এদিন বেঙ্গল টাপার হওয়ার পর গোটা সিরিয়ালের সেট জুড়ে চলছে দারুন সেলিব্রেশন। তাই এই  বিশেষ দিনে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি? তা জানতেই এদিন তাঁর সাথে যোগাযোগ করেছিল হিন্দুস্থান টাইম বাংলা।

আরও পড়ুন: প্রিয়জন নয় কাজটাই থেকে যায়! নিজেকে বাস্তববাদী বলে দাবি ‘পরিণীতা’ দেবচন্দ্রিমার

জানা গিয়েছে এদিন ফোনে প্রতিক্রিয়া দেওয়ার সময় থেকেই প্রচন্ড কাশছিলেন অচিনেত্রী। কাশতে কাশতে ফোন তুললেন হিয়া এদিন বললেন, ‘খুব ঠাণ্ডা লেগেছে। কাল সারাদিন জ্বর ছিল, তার মধ্যে আমার চরিত্রটাই এমন যে খুব চিৎকার করে ডায়লগ বলতে হয়। জ্বর কমলেও, কাশিটা কমছে না। একটু কমলেও ফের হাই স্পিচে সংলাপ বলছি, গলা পুরো ভেঙে গিয়েছে’।

Geeta

এরপরেই প্রথমবার বেঙ্গল টপার হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিয়া সংযত গলায় বললেন, ‘টিআরপি তালিকায় বরাবর ভালো ফল করে এসেছি আমরা। তবে হ্যাঁ, বেঙ্গল টপার হওয়াটা বাড়তি ভালো লাগার জায়গা নিশ্চয়ই।’ এরপরেই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল বৃহস্পতিবার টিআরপি আসার আগে ভয় লাগে? জবাবে ছোটপর্দার এই দুঁদে উকিল বললেন , ‘বৃহস্পতিবার এলে একটু মনে হয় কী হবে! কী হবে! কিন্তু আমি ব্যক্তিগত স্তরে টিআরপি নিয়ে খুব বেশি ভাবি না। কারণ আমি শুরু থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাই আসল। তবে হ্যাঁ, টিআরপি তালিকায় ভালো ফল করলে কার না ভালো লাগবে!’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর