‘রাজের জন‍্যই এত টাকা রোজগার শার্লিনের, ওকে পুজো করা উচিত’, দাবি গেহানার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পর্ন কাণ্ডে ব‍্যবসায়ী রাজ কুন্দ্রার (raj kundra) গ্রেফতার হওয়ার পর যে বলিউড ব‍্যক্তিত্বরা লাইমলাইটে উঠে এসেছিলেন তাঁদের মধ‍্যে অন‍্যতম শার্লিন চোপড়া (sherlyn chopra) এবং গেহানা বশিষ্ঠ (gehana vasisht)। দুজনেই রাজের সঙ্গে কাজ করার কথা স্বীকার করেছেন এবং মাঝেমধ‍্যেই বিষ্ফোরক মন্তব‍্যের জন‍্য সবার মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন। এবার নিজেদের মধ‍্যেই বিবাদে জড়ালেন শার্লিন গেহানা।

রাজ-স্ত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে তোপ দাগার জন‍্য শার্লিনকে একহাত নিলেন গেহানা। রাজের সঙ্গে কাজ করে যে পরিমাণ টাকা তিনি পেয়েছেন তার জন‍্য রাজকে তাঁর পুজো করা উচিত বলে মন্তব‍্য করেছেন গেহানা। পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে শার্লিন প্রচারের আলোয় আসার জন‍্য এমন মন্তব‍্য করছেন।


এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শার্লিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গেহানা। তাঁর কথায়, “ওঁর (শার্লিন) কিছুই করার নেই তাই এসব করে নিজেকে লাইমলাইটে রাখতে চাইছেন। তাছাড়া যাতে অশ্লীল কনটেন্ট বানানোর জন‍্য ফাঁসতে না হয় সেজন‍্য এই কাণ্ড করছেন শার্লিন। কিন্তু এখন ও শিল্পা শেট্টিকে ব‍্যক্তিগত স্তরে আক্রমণ করা শুরু করেছেন, কিন্তু শিল্পা ওঁকে কোনো পাত্তাই দিচ্ছেন না। এমনকি ও এতই নগণ‍্য যে শিল্পা মানহানির মামলাও দায়ের করার প্রয়োজন মনে করছেন না।”

এখানেই থামেননি গেহানা। তাঁর অভিযোগ, ২০১২ থেকে শুধু পর্ন আর অশ্লীল ভিডিও বানিয়ে রোজগার করছেন শার্লিন। এমনকি তিনিই নাকি রাজকে পর্ন দুনিয়ায় নিয়ে এসেছেন বলেও দাবি করেছেন গেহানা। কিন্তু এখন রাজের বিরুদ্ধেই কথা বলে প্রচারে আসতে চাইছেন শার্লিন। রাজ তাঁকে রোজগারের রাস্তা করিয়ে দিয়েছেন। তাই রাজকে তাঁর পুজো করা উচিত বলে মনে করেন গেহানা।


গত কয়েকদিন ধরে শিল্পাকে সোশ‍্যাল মিডিয়ায় আক্রমণ শুরু করেছেন শার্লিন। সুপার ডান্সার ৪ এ শিল্পার মন্তব‍্যকে কটাক্ষ করে তিনি বলেন, মঞ্চে লক্ষ্মীবাঈয়ের কথা বলা খুব সহজ। বরং যারা দরিদ্র তাদের জন‍্য কিছু করে দেখান শিল্পা। এমনকি রাজ কুন্দ্রা প্রসঙ্গে শিল্পাকে ‘দিদি’ বলেও কটাক্ষ ছুঁড়েছিলেন শার্লিন।

X