পরকীয়ার প্রচার, যৌনতা সর্বস্ব ‘সফট পর্ন’! ‘গহরাইয়া’ মুক্তির পর থেকেই হুমকি পাচ্ছেন দীপিকার পরিচালক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেতিবাচক প্রচারও এক রকমের প্রচার। অনেকে রীতিমতো লাভবানও হন এই ধরনের  পাবলিসিটি থেকে। কিন্তু ব‍্যাপারটা মোটেই সুখকর হয়নি ‘গহরাইয়া’ (Gehraiyaan) পরিচালক শকুন বাত্রার (Shakun Batra) কাছে। দীপিকা পাডুকোন (Deepika Padukone), অনন‍্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই ব‍্যাপক হারে ট্রোলড হচ্ছিল। এমন ছবি বানানোর জন‍্য দেদারে হুমকিও পেয়েছেন পরিচালক।

মূলত পরকীয়ার উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে ছবির গল্প। নতুন প্রজন্মের ভালবাসা, টানাপোড়েন, উত্থান পতন কোন ভয়ঙ্কর পরিণতির দিকে টেনে নিয়ে যায় চারটে মানুষকে সেটাই উঠে এসেছে গহরাইয়ার গল্পে। কিন্তু দর্শকদের অধিকাংশই ক্ষুব্ধ হয়েছেন এই ধরনের কাহিনিতে। বিশেষ করে খুল্লমখুল্লা যৌনদৃশ‍্যের ছড়াছড়ি আরো বাড়িয়ে দিয়েছে তাদের ক্ষোভের মাত্রা।


অভিনেতা অভিনেত্রীরা তো ট্রোল হয়েইছেন, রেহাই পাননি খোদ পরিচালকও। সম্প্রতি এক ফিল্ম সমালোচকের সঙ্গে সাক্ষাৎকারে শকুন বাত্রা জানান, গহরাইয়ার মুক্তির পর অশ্লীল গালাগালি দিয়ে একটি ইমেল পেয়েছিলেন তিনি। সেখানে গালিগালাজ (ছাপার অযোগ‍্য) করে লেখা হয়েছিল, ‘ছবি বানাতে জানিস তো বানাতে যাস কেন? অন‍্য কিছু করতে পারতিস।’

কুৎসিত ট্রোল হয়েছে দীপিকা ও প্রযোজক করন জোহরও। অভিনেত্রীকে ‘যৌনতার রাণী’ ও করনকে ‘যৌনতির দেবতা’ বলে কটাক্ষ করেছেন কামাল আর খান। কঙ্গনা দাবি করেছেন গহরাইয়া নাকি ‘সফট পর্ন’ ছাড়া আর কিছুই নয়। এমনকি মাদক চক্রে জড়ানোর প্রসঙ্গ টেনেও হেনস্থা করা হয়েছে দীপিকাকে।

তবে শুধুই যে খারাপ মন্তব‍্যই পেয়েছে ছবির টিম, এমনটা নয়। পরিচালক জানান, বিদেশের এক মনোবিদ তাঁকে ইমেলে প্রশংসা করেছেন। ছবির চরিত্রগুলির মানসিক টানাপোড়েনের দিকটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে, এমনটাই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া জুটেছে গহরাইয়ার কপালে।

X