বাংলা হান্ট ডেস্কঃ সমগ্র বিশ্বে যে সকল ভাষা রয়েছে সকলের মাঝে বাংলা ভাষার মতো মধুর ভাষা হয়তো দ্বিতীয় কিছু নেই। বাংলাই মোদের গর্ব, বাংলা মোদের প্রাণ। অতীতেও বিশ্বের দরবারে বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে আর বর্তমানে সেই গর্বের ইতিহাসে আরো একটি নতুন পাতা যোগ দিলো। বাংলা ভাষাকে অতীতে একাধিক ক্ষেত্রে বিশ্বের দরবারে গর্বের সাথে তুলে ধরা হয়।
সম্প্রতি, ভারতের মোট তিনটি ভাষাকে রাষ্ট্রসঙ্ঘের সংযোগের কাজে ব্যবহার করার প্রস্তাব পাশ করা হয়েছে, যেখানে হিন্দি এবং উর্দুর পাশাপাশি রয়েছে আমাদের বাংলা ভাষা। এই ভাষাগুলির দ্বারা রাষ্ট্রসঙ্ঘের সংযোগ বজায় রাখা হবে।
উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে মোট ছয়টি ভাষা সরকারি ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি লাভ করেছে। যেগুলি হল আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, চিনা এবং স্প্যানিশ ভাষা। তবে এছাড়াও বিশ্বের দরবারে সকল নাগরিকের কাছে রাষ্ট্রসঙ্ঘকে পৌঁছে দেওয়ার জন্য যে ভাষাগুলি ব্যবহারের প্রয়োজন পড়তে পারে, তার মধ্যে স্থান দেওয়া হয়েছে বাংলাকে। অপর দুটি হলো হিন্দি ও উর্দু। এই প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের ভারতীয় প্রতিনিধি বলেন, “এ বছর রাষ্ট্রসঙ্ঘে তিনটি ভাষার উল্লেখ করা হয় এবং সেগুলি হলো হিন্দি, বাংলা এবং উর্দু।”
এছাড়াও তিনি বলেন, “আমি আপনাদের সকলকে 1946 সালের পয়লা ফেব্রুয়ারি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যে প্রস্তাবটি পাশ করা হয়, তার কথা বলতে চাই। সেখানে রাষ্ট্রসঙ্ঘের লক্ষ্য এবং কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বের সকল মানুষকে জানানোর লক্ষ্য নেওয়া হয় এবং সেই লক্ষ্যকেই একমাত্র উদ্দেশ্য হিসেবে পালন করা হতে থাকে।”