কোন খাবার খাওয়ার পর এটি খেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু! জানেন, জিনিসটা কী ?

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি নিশ্চয়ই অবগত যে সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে। এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিয়মিত চর্চা না থাকে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। লিখিত পরীক্ষা ছাড়াও ইন্টারভিউ রাউন্ডে (Interview) এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

তবে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন সাধারণ জ্ঞানের (General knowledge) চর্চা থেকে দূরে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদনে এই ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করছি। আপনারা যদি এই ধরনের প্রশ্ন ও উত্তরগুলি চর্চা করেন তাহলে সরকারি চাকরির পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবেন। চলুন আজ তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেখে নেব।

আরোও পড়ুন : চারিদিকে যেন শুধুই হীরে! ভারতের এই জায়গাটিকে চেনেন নাকি আপনি ?

প্রশ্ন 1 – ভারতের কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত?

উত্তর 1 – আসলে গোদাবরী নদী সারা দেশে বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত।

প্রশ্ন 2 – কালো পতাকা কার প্রতীক হিসেবে বিবেচিত হয়?

উত্তর 2 – কালো পতাকা সারা বিশ্বে প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মানুষ কালো পতাকা নিয়ে বেরিয়ে আসে যেকোনো সিদ্ধান্তের প্রতিবাদে।

প্রশ্ন 3 – সর্বোপরি, কোন শহরকে রাজস্থানের হৃদয় বলা হয়?

উত্তর 3 – আজমীর রাজস্থানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত?

personality development tips 5 body language mistakes to avoid in interview compressed

প্রশ্ন 4 – ভারতের কোন রাজ্যে সর্বাধিক কাজু উৎপাদন হয়?

উত্তর 4 – প্রকৃতপক্ষে, ভারতে সর্বাধিক কাজু উৎপাদন হয় কেরালা রাজ্যে।

প্রশ্ন 5 – বিশ্বের প্রথম নোট ছাপা হয় কোন দেশে?

উত্তর 5 – বিশ্বের প্রথম নোট ছাপা হয়েছিল চীনে।

প্রশ্ন 6 – কোন ব্যক্তির খাবার খাওয়ার পর এমন জিনিস খেলে সাথে সাথে তার মৃত্যু হতে পারে?

উত্তর 6 – কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার পর চা খায়, তাহলে তার মৃত্যু হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর