বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে (India) রেলপথ থেকে শুরু করে সড়কপথ প্রতিটি মাধ্যমকেই গতিশীল এবং উন্নত করে তোলা হচ্ছে। শুধু তাই নয়, যাত্রী পরিবহণের লক্ষ্যে এবং সফরের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন যুগোপযোগী গণপরিবহণের চলাচলও শুরু করা হচ্ছে। ঠিক এই আবহেই একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জার্মানির প্রধান পরিবহণ হাব FilxBus ভারতে আসছে। উল্লেখ্য যে, FilxBus বিশ্বের ৪২ টি দেশে বৃহত্তম বাস পরিষেবা সরবরাহকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়। যেটি এবার চালু হতে চলেছে ভারতে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে ভারতীয়রা পাবেন একটি সুবিধাজনক, নিরাপদ এবং নির্ভরযোগ্য ভ্রমণের বিকল্প। ইতিমধ্যেই চলতি বছরের প্রথম দিন অর্থাৎ গত ১ ফেব্রুয়ারি থেকে বুক করা যাচ্ছে এই বাসের টিকিট। পাশাপাশি, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বাস পরিষেবা। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান, নয়াদিল্লি, হিমাচল এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যের রুটে এই বাস চলবে।
এদিকে, ভারতে FilxBus-এর পরিষেবা চালুর প্রসঙ্গে সংস্থার সিইও আন্দ্রে শোয়ামলিন জানিয়েছে যে, “এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারতেও আমরা আমাদের ব্যবসা প্রসারিত করছি। এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে আমরা ৪৩ তম দেশে পৌঁছেছি। যেটি বিশ্বের একটি বৃহৎ বাস বাজার। ভারতীয় বাজারে প্রবেশ করার বিষয়টি আমাদের জন্য একটি বিশাল সুযোগ। আমাদের লক্ষ্য হল ভারতে টেকসই, নিরাপদ এবং সাশ্রয়ী ভ্রমণের বিকল্প নিয়ে আসা।”
আরও পড়ুন: দেশে সৌর প্রকল্পের জন্য বড় পদক্ষেপ টাটার! গ্রাহকদের জন্য ৩,৫০০ কোটি টাকা খরচ গোষ্ঠীর
রয়েছে একাধিক সুবিধা: জানা গিয়েছে, FlixBus-এর তরফে BS6 ইঞ্জিন সহ প্রিমিয়াম বাস মডেলগুলি উপলব্ধ করা হচ্ছে। যেগুলি পরিবেশ বান্ধব হয়ে উঠবে। পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তার দিকেও সংস্থা নজর দিয়েছে। বাসের মধ্যে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক আসন রয়েছে। পাশাপাশি, এই বাসে একজন মহিলার পাশের আসনটি স্বয়ংক্রিয়ভাবে অন্য মহিলার জন্য সংরক্ষিত করা আছে। এর পাশাপাশি রেসপন্স টিম সহ ট্রাফিক কন্ট্রোল ওয়ার্ডও থাকছে। যেগুলি সারাদিন সক্রিয় থাকবে। পাশাপাশি, প্রতিটি আসনের জন্য ২-পয়েন্ট সিট বেল্ট এবং Flixbus লাউঞ্জের মতো সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: LPG-র দাম নিয়ে বড় বয়ান স্বয়ং মুখ্যমন্ত্রীর! নির্বাচনের আগেই ২০০ টাকা কমবে দাম? কি জানালেন তিনি?
জানিয়ে রাখি যে, এই পরিষেবার মাধ্যমে মাত্র ৯৯ টাকা খরচ করেই দিল্লি থেকে চণ্ডীগড়, জয়পুর, মানালি, হরিদ্বার, ঋষিকেশ, আজমির, কাটরা, দেরাদুন, অযোধ্যা, গোরখপুর, বারাণসী, যোধপুর, ধর্মশালা, লখনউ, অমৃতসরের মতো শহরগুলি ঘুরে আসা যাবে। উল্লেখ্য যে, এই রুটে মোট ৫৯ টি স্টপ এবং ২০০ টিরও বেশি সংযোগ থাকবে বলেও জানা গিয়েছে।