বাংলাহান্ট ডেস্ক : শেয়ার মার্কেটের ওঠা-নামা নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও যতদিন যাচ্ছে ততই বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন শেয়ার মার্কেটের দিকে। সাম্প্রতিক বছরগুলোতে ভালো রিটার্ন মিলেছে ইক্যুইটি মার্কেট থেকে। তাই অনেকেই রয়েছেন যারা বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন মিউচুয়াল ফান্ড (Mutual Fund)।
SIP (Systematic Investment Plan) রিটার্ন
দীর্ঘমেয়াদী SIP-তে (Systematic Investment Plan) বিনিয়োগ করে মুনাফা করছেন মোটা টাকা। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, SIP (Systematic Investment Plan) থেকে দ্রুত রিটার্ন পেতে চাইলে মেনে চলতে হবে ৭০:২০:১০ রুল। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ৭০:২০:১০ রুল মেনে বিনিয়োগ করলে শুধু যে বৈচিত্র বাড়বে তা নয়, অনেকটাই বেড়ে যাবে লাভের অংক।
আরোও পড়ুন : মনুষ্যত্ব কী আদৌ অর্জন করেছে বাঙালি? উঠছে প্রশ্ন; উত্তর মিলবে শনির সন্ধ্যায়, ব্যাপারটা কী?
এই নিয়ম অনুযায়ী ৭০ শতাংশ টাকা লার্জ ক্যাপে, ২০ শতাংশ মিড ক্যাপে এবং ১০ শতাংশ স্মল ক্যাপে বিনিয়োগ করলে পোর্টিফোলিওতে ভারসাম্য বজায় থাকে। একটি পরিসংখ্যান বলছে, বিনিয়োগকারীরা গত তিন বছরে ২২ শতাংশ থেকে ২৪.৯৫ শতাংশ রিটার্ন পেয়েছেন এসআইপিতে। ২৫.৩৫ শতাংশ থেকে ২৮.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে লার্জ ক্যাপ ফান্ডগুলি।
আরোও পড়ুন : আর লাগবে না ২ দিন! জাস্ট কয়েক ঘন্টাতেই হবে ‘Cheque’ ক্লিয়ার! বড়সড় ঘোষণা RBI’র
২৪.২৬ শতাংশ থেকে ৩০.২২ শতাংশ হারে রিটার্ন এসেছে মাল্টি ক্যাপ ফান্ড থেকে। ইনভেস্টাররা ৩০.০৬ শতাংশ থেকে ৩৫.২৪ শতাংশ রিটার্ন পেয়েছেন মিড ক্যাপ ফান্ড থেকে। ৩৩.২৭ শতাংশ থেকে ৩৮.০৯ শতাংশ রিটার্ন মিলেছে স্মল ক্যাপ ফান্ড থেকে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিগত মাসগুলি ছিল এসআইপিতে বিনিয়োগের সেরা সময়। তবে এখনো সেই সময় পেরিয়ে যায়নি।
বাজারের ঊর্ধ্বমুখীতা দেখে একত্রীকরণের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। তাই বিনিয়োগ বজায় রাখতে হবে স্মল ইনভেস্টারদের। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, নূন্যতম ৮ থেকে ১০ বছর বিনিয়োগ চালিয়ে যেতে হবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে। একটি পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে ভারতে বেড়েছে এসআইপি বিনিয়োগকারীর সংখ্যা। ২০২৩-২৪ অর্থবর্ষে এসআইপি অ্যাকাউন্ট সংখ্যা ছাড়িয়ে গেছে ৭.৪৪ কোটি।