ভুলে যান রিচার্জের চিন্তা! এবার ৬৫ দিন ধরে হবে আনলিমিটেড কলিং, ধামাকাদার প্ল্যান সামনে আনল BSNL

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) টেলিকম সেক্টরে আধিপত্য বিস্তার রয়েছে Jio, Airtel এবং Vi-র মতো সংস্থাগুলি। শুধু তাই নয়, ওই সংস্থাগুলি যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের পরিষেবা প্রদান করেছে। তবে, সস্তার রিচার্জ প্ল্যানের প্রতিযোগিতায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) তাদের টেক্কা দিয়েছে। BSNL সর্বদাই তার গ্রাহকদের সস্তা এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান সরবরাহ করে। শুধু তাই নয়, এই সংস্থা কম দামে ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে। এমতাবস্থায়, আপনিও যদি একজন BSNL ব্যবহারকারী হন এবং দীর্ঘ ভ্যালিডিটি যুক্ত একটি প্ল্যানের সন্ধান করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSNL তার ব্যবহারকারীদের সুবিধার জন্য, রিচার্জ প্ল্যানগুলিকে রাজ্য অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করেছে। এমতাবস্থায়, কোম্পানির বিভিন্ন ধরণের দীর্ঘ ভ্যালিডিটিযুক্ত প্ল্যান উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, আজ আমরা আপনাকে BSNL-এর এমন একটি প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো যেটি কম খরচে দীর্ঘদিনের ভ্যালিডিটি প্রদান করে।

Get unlimited calling for 65 days through this BSNL plan

BSNL-এর ধামাকাধার প্ল্যান: আমরা BSNL এর যে রিচার্জ প্ল্যানের কথা বলছি সেটির দাম হল 319 টাকা। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এত কম দামেও গ্রাহকরা প্ল্যানটিতে 2 মাসেরও বেশি ভ্যালিডিটি পান। এমতাবস্থায়, আপনি যদি 319 টাকা দিয়ে আপনার BSNL নম্বরটি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি 65 দিনের সম্পূর্ণ ভ্যালিডিটি পাবেন। এইভাবে আপনি একবারে 2 মাসেরও বেশি সময় ধরে ঘন ঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকবেন। এদিকে, সম্পূর্ণ ভ্যালিডিটির সময় আপনি যেকোনো নেটওয়ার্কে দিনরাত আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন।

আরও পড়ুন: IPL থেকে ছিটকে যেতেই চোটের বিষয়ে বড় আপডেট দিলেন শামি, কি জানালেন তারকা পেসার?

এই প্ল্যানে ডেটা অফার উপলব্ধ রয়েছে: প্রথমেই আমরা জানিয়েছি যে, এই প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটি উপলব্ধ করে। তবে আপনি যদি এমন একজন ব্যবহারকারী হন যাঁর প্রচুর ইন্টারনেট ডেটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটি পছন্দ নাও করতে পারেন। কারণ এই প্ল্যানে কোম্পানি সম্পূর্ণ ভ্যালিডিটির জন্য শুধুমাত্র 10GB ইন্টারনেট ডেটা প্রদান করে। অর্থাৎ আপনি প্রতি মাসে প্রায় 5GB ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: PhonePe, GPay-র দিন শেষ! এবার ভারত কাঁপাবে Jio UPI, বড় চাল আম্বানির

তবে, এই প্ল্যানে BSNL তাদের গ্রাহকদের একটি বড় সুবিধা দিয়েছে। কোম্পানি ডেটা অফারে কোনো ধরণের লিমিট আরোপ করেনি। অর্থাৎ 10GB ডেটাতে কোনো দৈনিক ডেটা লিমিট নেই। এমতাবস্থায় আপনি 65 দিনের জন্য সম্পূর্ণ 10GB ডেটা ব্যবহার করতে পারেন বা এটি 1 দিনেও ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি, এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 300 টি SMS-এর সুবিধাও উপলব্ধ করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর