রাজ্যের বকেয়া নিয়ে সুদীপের চিঠি পেয়েছেন গিরিরাজ! প্রাপ্তিস্বীকার করে পাল্টা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া মেটানোর দাবিতে তৃণমূল সাংসদদের (TMC MP) দেওয়া চিঠি তিনি পেয়েছেন। এমনই জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তবে চিঠির প্রাপ্তিস্বীকার করলেও রাজ্য সরকারের দাবি নিয়ে বিশেষ কোনও আশার কথা ছিল না কেন্দ্রীয় মন্ত্রীর পালটা চিঠিতে।

রাজ্যের বাকি থাকা টাকা মেটানোর দাবিতে চলতি মাসের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবন অভিযান করেছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। কিন্তু মন্ত্রী গিরিরাজ কৌশলে তৃণমূল সাংসদদের সাক্ষাৎ এড়িয়ে যান। মন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে সচিবদের হাতে দাবিপত্র তুলে দিয়ে আসেন তৃণমূল সাংসদরা।

giriraj singh

সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিরিরাজকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে আসেন, ১৫ দিনের মধ্যে রাজ্যের বকেয়া মেটানো নিয়ে পদক্ষেপ না করা হলে লক্ষ লক্ষ বঞ্চিতদের দিয়ে দিল্লি ঘেরাও করবেন।

১৫ দিনের মধ্যে অভিষেকের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও গিরিরাজ এদিন বিশেষ আশ্বাস দিতে পারেননি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের দাবিগুলি তিনি পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের। তবে কোন কোন দফতর তা উল্লেখ নেই চিঠিতে? কতদিনের মধ্যে পদক্ষেপ করা হবে? তা নিয়েও কোনও আশ্বাস নেই।

কেন্দ্রীয় মন্ত্রী আসলে শুধুই সময় নষ্ট করার চেষ্টা করছেন বলেই দাবি একাংশের। বাংলার বঞ্চনার অভিযোগের কোনও জবাব তাঁর কাছে নেই। ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রকের কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা পাওনা রাজ্যের। গত প্রায় আড়াই বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাছে বেনিয়মের অভিযোগ তুলে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর