এবার আইপিএলে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার হলেন প্যাট কমিন্স। 15 কোটি 50 লক্ষ টাকা খরচ করে প্যাট কমিন্সকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারপরেই ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে কারণ এর আগে এত দাম দিয়ে কোন বিদেশি প্লেয়ার বিক্রি হয়নি আইপিএলে। এই প্রসঙ্গে প্যাট কমিন্সের কাছে জানতে চাওয়া হয় এত টাকা দিয়ে তিনি কি করবেন? এর উত্তরে তিনি বলেন এই বিশাল পরিমাণ টাকা দিয়ে আমি কি করব সেটা জানি না তবে ইতিমধ্যে আমার বান্ধবী আমার কাছে আবদার করেছেন যে এবার থেকে তার পোষ্য কুকুরের আরও বেশি করে খেলনা লাগবে।
প্যাট কমিন্সের আগে আইপিএলে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে 14 কোটি টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছিল রাজস্থান রয়েলস। কিন্তু এবার নিলামে 15 কোটি 50 লক্ষ টাকা দিয়ে প্যাট কমিন্সকে নিজেদের দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন কলকাতা নাইট রাইডার্স। কমিন্স জানিয়েছেন নিলামের সেই মুহূর্তটা যখন 15 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স আমাকে তাদের দলে নিল সেই মুহূর্ত আমি নিজের চোখে লাইভে দেখেছি, প্রথমে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না।
এত বিশাল পরিমাণ অর্থ পাওয়ার পর প্যাট কামিন্স এর কি কিছু পরিবর্তন আসবে? এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন যে কমিন্সকে যত টাকাই দেওয়া হোক না কেন ওর লাইফস্টাইলে কোনরকম পরিবর্তন আসবে না। কারণ কমিন্স খুব সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন।