বাংলাহান্ট ডেস্কঃ রবিবার দুপুর ১ টা নাগাদ আচমকাই সিয়াচেন (siachen) হিমবাহ ধস নামে। ২ দুই ভারতীয় সেনার (indian army) নিহত এবং ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটার প্রায় ৬-৭ ঘণ্টা পর জওয়ানদের মৃত দেহ উদ্ধার করা হয়।
পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র এই সিয়াচেনে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই দেশের সীমানা রক্ষা করতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। কারাকোরাম পর্বতমালায় প্রায় ২০০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হিমবাহ। এখানকার তাপমাত্রা মাঝে মধ্যে মাইনাস ৬০ ডিগ্রিও হয়ে যায়। অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে এখানে। নেই সঠিক চিকিৎসা ব্যবস্থাও। এই স্থানে হেলিকপ্টার মাত্র ২০-৩০ সেকেন্ডের জন্যই থাকতে পারে। আর এই সময়ের মধ্যেই সেনাদের প্রয়োজনীয় উপাদান, খাবার, জল দিয়ে ফিরে আসে। নচেৎ ভারতীয় হেলিকপ্টার, পাকিস্তানি গোলায় ধ্বংস হয়ে যেতে পারে।
ভারতের এই সীমানায় দক্ষিণ হিমবাহের সাব সেক্টর হানিফে ধস থেকে কর্তব্যরত দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়।জানা গিয়েছে, পাঞ্জাবের বাসিন্দা এই দুই জওয়ান হলেন প্রভজিৎ সিং ও অমরদীপ সিং। মঙ্গলবার এই দুই জওয়ানের মৃত দেহ লেহ থেকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। ঘটনায় শোকের ছায়া নেমেছে জওয়ানদের পরিবার জুড়ে।
এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং নিহত জওয়ানদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। সেইসঙ্গে পরিবারের একজন করে সরকারি চাকরী দেওয়ার কথাও জানিয়েছেন। তবে আরও অনেক জওয়ান ওই ধসে আটকে থাকারও সম্ভাবনা রয়েছে।