বাংলাহান্ট ডেস্ক: অনেক তর্ক বিতর্ক, জল্পনা কল্পনার পর পথচলা শুরু হয়েছে ‘গোধূলী আলাপ’এর (Godhuli Alap)। স্টার জলসার এই নতুন সিরিয়ালের (Bengali Serial) প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। অসমবয়সী প্রেমের গল্প শোনাবেন কৌশিক সেন ও নবাগতা সোমু। সবে মাত্র ২১ মার্চ শুরু হল সিরিয়াল। এখনি রাজ ঘোষনা করে দিলেন, আগামী সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকবে গোধূলি আলাপ।
সিরিয়ালটি শুরুর আগে থেকেই চর্চায় ছিল। এক তো অসমবয়সী গল্পের চেনা প্লট, উপরন্তু নায়ক হিসাবে বাবুল সুপ্রিয়র নাম উঠে আসলেও পরে বদলে নেওয়া হয় কৌশিক সেনকে। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে রাজের দাবি, প্রেম কখনো পুরনো হয় না। সে সমবয়সী হোক বা অসমবয়সী।
আর অন্যান্য সিরিয়ালে তো ঘুরেফিরে সেই একই গল্প। তাই একটু অন্য পথে হাঁটার চেষ্টা গোধূলী আলাপের। তাছাড়া রাজের দাবি, সিরিয়ালের নায়িকা সোমু ওরফে নোলক, সে নিজের চেষ্টায় শিক্ষিত হয়ে শ্বশুরবাড়ির মানুষদের সমকক্ষ হয়ে উঠবে।
একটা পর্ব দেখিয়েই নাকি বেশ ভাল সাড়া পেয়েছেন বলে জানান রাজ। নায়ক কৌশিকের অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে নবাগতা নায়িকা সোমুর প্রশংসায় পঞ্চমুখ রাজ। তাঁর মতে, মুখ্য চরিত্রে চেনা মুখ নিলে আগের সিরিয়ালের ছাপ তাঁর মধ্যে রয়ে যায়। তাই চেনা নায়কের বিপরীতে অচেনা নায়িকা। তবে সোমু নাকি ইতিমধ্যেই অভিনয়টা বেশ বুঝে গিয়েছেন।
স্টার জলসা ও জি বাংলা দুই প্রতিপক্ষ চ্যানেলেই নিত্য নতুন সিরিয়ালের কমতি নেই। টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়লেই সেই সিরিয়াল বদলে হাজির করা হচ্ছে নতুন গল্প। স্টার জলসার ‘বরণ’কে সরিয়ে এসেছে গোধূলী আলাপ। এ নিয়ে বরণ অনুরাগীদের কম কটাক্ষ সইতে হয়নি।
তাদের চোখের জলের দাম দিতে পারবে তো গোধূলী আলাপ? রাজের বক্তব্য, তিনি নতুন গল্প দেখানোর চেষ্টা করেন। এবার দর্শকের কোনটা ভাল লাগবে সেটা কেউ বলতে পারে না। তবে তিনি আশাবাদী। এক বছরের মেয়াদ নয়। আগামী টিআরপি রেটিংয়ে প্রথম পাঁচে জায়গা করে নেবে গোধূলী আলাপ।