হাত বাড়ালেই দিঘা, চালু হচ্ছে ৬টি সামার স্পেশাল ট্রেন! সময়সূচী ঘোষণা রেলের

বাংলা হান্ট ডেস্ক : পুরো বাংলা এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal) চলছে তীব্র দাবদাহ। এই অবস্থায় শহরের জঞ্জাল থেকে বেরিয়ে এবং তাপপ্রবাহ থেকে বাঁচতে বহু পর্যটক পৌঁছে যাচ্ছে সৈকতনগরী দিঘা (Digha)। স্বাভাবিক ভাবেই তাই ট্রেনের টিকিটের দাম একদম আকাশছোঁয়া। আবার আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। তাই স্বাভাবিক ভাবেই ভিড় আরো অনেকখানি বাড়তে চলেছে। জানা যাচ্ছে এই সময় ৩ জোড়া সামার স্পেশাল এক্সপ্রেস চালাবে রেল।

ছুটির আবহে বেড়েছে টিকিটের চাহিদা। আর সেই চাহিদার কারণে ট্রেনের সংখ্যাই বাড়িয়ে দিয়েছে রেল। একাধিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। যার মধ্যে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে চলবে দুই জোড়া অর্থাৎ চারটি ট্রেন। বাকি দুই ট্রেন চলবে মালদা টাউন স্টেশন। ট্রেন গুলোর রুট হবে সাঁতরাগাছি থেকে দিঘা এবং তারপর দিঘা থেকে সাঁতরাগাছি। তেমনি একইভাবে মালদা টাউন থেকে দিঘা এবং দিঘা থেকে মালদা টাউন সামার স্পেশাল এক্সপ্রেস চলবে।

ট্রেনের সময় এবং কোন পথে চলবে :

ট্রেন নাম্বার ০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল এক্সপ্রেস প্রতি রোববার সকাল ৮:১০ এ সাঁতরাগাছি থেকে ছাড়বে। এরপর উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশন হয়ে দিঘা পৌঁছাবে সকাল ১১:৫৫ তে।

আরও পড়ুন : পুড়ে ছাই হলেও, মিলবে না গরমের ছুটি! রাজ্য সরকারের নিয়মে রেগে লাল অভিভাবকরা

০২৮৪৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল প্রতি শনিবার সকাল ৯:১০ নাগাদ সাঁতরাগাছি থেকে ছাড়বে। এই ট্রেন দিঘা পৌঁছাবে ১২:৪৫ নাগাদ। এছাড়া জানিয়ে দিই, ওই একইদিনে ফিরতি ট্রেন থাকছে যেগুলো আবার ফিরে আসবে সাঁতরাগাছি।

আরও পড়ুন : Tesla-কে টক্কর, ভারতের রাস্তায় চালক ছাড়াই চলছে Bolero! দেখে চক্ষু চড়কগাছ স্বয়ং আনন্দ মাহিন্দ্রার

digha beach 1

এছাড়া ট্রেন চলবে মালদা টাউন থেকে। শনিবার দুপুর ১:৪৫ নাগাদ চলবে এই ট্রেন। এরপর রাস্তায় পড়বে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি। ট্রেনটি দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটা নাগাদ। জানা যাচ্ছে আগামী জুন মাস পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন। নতুন এতগুলো ট্রেন চালানোর জন্য আর গাদাগাদি করে যেতে হবেনা যাত্রীদের।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর