ঘুমের মধ্যেই ইংল্যান্ড যাত্রা, লর্ডসের মাঠ ভেবে বাবার প্যান্ট ধরে ঝুলে পড়ল যুবক

বাংলা হান্ট ডেস্ক : রবিবার সকাল ১০.৩০টা, অর্থাৎ গতকাল একটু বেলা অবধিই ঘুমোচ্ছিল রিষভ। প্যারিসের মাইক নিকোলাস (২২) ওখানকার একটি বেসরকারি কলেজে ট্যাকনিকাল কোর্স করছেন। স্বভাবতই রবিবার একটু ছুটির দিন বেলা অবধিই ঘুমোন মাইক। কিন্তু এই ছুটির দিনের ঘুম যে তার বাবার জীবনে মানহানি ডেকে নিয়ে আসবে তা হয়তো স্বপ্নেও তিনি ভাবেননি।
418e2 images 24
জানা গিয়েছে, গতকাল বাড়ির সব লোক ঘুম থেকে উঠে পড়লেও মাইক তখনও অঘোরে তার বিছানায় ঘুমোচ্ছ। ঠিক এই সময় হঠাৎই মাইকের বাবা সট্যানলি সেই সময় ছেলের ঘর থেকে একটি পেন আনতে যান কাজের জন্য। ঘরে ঢুকে তিনি দেখেন মাইক ঘুমের মধ্যে কিসব বলে চলেছেন, তিনি কাছে গিয়ে তা শুনতে গিয়ে দেখেন অস্পষ্ট কিছু আওয়াজ তবে পুরোটাই একটা আনন্দের বহিঃপ্রকাশ। ঠিক এই সময়ে ঘটে যায় আসল ঘটনাটি।

হঠাৎই মাইক লর্ডস বলে চিৎকার করে সামনে থাকা বাবার হাফ প্যান্ট ধরে ঝুলে পড়েন। বাবার গলার আওয়াজে তার ঘুম ভাঙলে দেখেন, তিনি মাটিতে বসে এবং বাবার প্যান্ট তার হাতে।

সম্পর্কিত খবর