আজ শুক্রবার, একনজরে জেনেনিন সোনা, রুপোর, পেট্রো্‌ল ডিজেল ও রান্নার গ্যসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) মানুষের মনের সাথে সাথে ব্যবসায়িক দিকেও থাবা বসিয়েছে। করোনা আতঙ্কে যেমন মানুষ আতঙ্কিত হয়েছে, তেমনই ক্ষতির মুখে ব্যবসাও। ভারত (India) সরকার করোনা আতঙ্কের জন্য দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে বৈদেশিক যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রেখেছেন। যার একটা বড়ো প্রভাব পড়েছে অর্থনীতির উপর। কমছে সোনা, রূপোর দাম। এর সাথে কমেছে পেট্রল (Gasoline), ডিজেল (Diesel) ও রান্নার গ্যাসের (gas) দামও।

Gold imports witness sharp

বিশ্ববাজারে ব্যবসার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু চীনের এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁদের ব্যবসায়িক বাজার প্রবল ক্ষতির সম্মুখীন। চীনের সাথে বৈদেশিক বাণিজ্য না করতে পারায় ভারতে কমছে জিনিসের দাম। ব্যাপকহারে পতন ঘটেছে সোনা, রূপোর দামে।

download 5 7 1

২২ ক্যারেট সোনার দামের পতনের পর আজকের মূল্য ১০ গ্রাম সোনার দাম ৩৯.৬০০ টাকা। ১০ গ্রাম রূপোর দাম ৩৯৯.৯০ টাকা। ফলে ভয়াবহ ক্ষতির মুখে সোনা রূপো ব্যবসায়ীরা।

PETROLDIESEL

পরদিকে আজকে রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.২৭ টাকা। এবং ডিজেলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৬৪.৬০ টাকা। রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৩৯.৫০ টাকা।

সম্পর্কিত খবর