বাংলাহান্ট ডেস্ক: বিনিয়োগ করার ক্ষেত্রে মধ্যবিত্ত বাড়িতে আজকেও সোনার গয়নার কথাই চিন্তা করা হয়। আর বিয়ে মানেই সোনা। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। বিয়ের কনেকে সাজানো, উপহার দেওয়া এবং সর্বোপরি নিজের সাজসজ্জার জন্য সোনা তো অপরিহার্য। তাই সোনার দাম বাড়লেও একেবারে কেনাকাটা বন্ধ করে দেওয়া কি সম্ভব? একেবারেই না।
তবে, বিয়ের মরশুমে ধারাবাহিক ভাবে দাম বেড়েছে সোনার দাম। গত সাতদিনে ৪ দফায় সোনার দাম বেড়েছে। আর মাত্র ১ দিন দাম কমেছিল হলুদ ধাতুর। এদিকে এক সপ্তাহ আগে রুপোর যে দাম ছিল, তার থেকে আজ কলকাতায় রুপো অনেকটাই সস্তা। এই আবহে গত এক সপ্তাহের সোনা, রুপোর রেট দেখুন একনজরে।
আরোও পড়ুন : পিয়া অতীত! এবার ‘অন্য কারোর সঙ্গে’ ঘর বাঁধছেন গায়ক অনুপম, দেখুন পাত্রী কে আর বিয়েইবা কবে
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে আজ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৫৭৬৯০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে আজ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম যাচ্ছে ৬২৯৪০ টাকা।
আজকাল রুপোর গয়নাও হিট।রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৭৪৯০০ টাকা, আজ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম যাচ্ছে ৭৪৮০০ টাকা। অর্থাৎ রূপোর দাম সামান্য হলেও কম হয়েছে।