দারুণ খবর! আরও কমল হলুদ ধাতুর দর স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের, দেখে নিন আজকের রেট

Published on:

Published on:

Gold Price are falling rapidly bringing joy to buyers

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে বড় বদল (Gold Price)। বিগত কিছুদিন সোনার দাম ১ লাখের গণ্ডি পার করলেও। আজ অর্থাৎ বুধবার কমলো সোনার অনেকটাই দাম। একনজরে দেখে নিন আজ বাজারে হলুদ ধাতু্র দর কত।

দাম কমল সোনার গহনার, খুশির হাওয়া ক্রেতাদের মুখে (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম কমায় মধ্যবিত্তদের চিন্তা কিছুটা হলেও কমেছে। এছাড়াও সোনার দাম কমার পাশাপাশি কমেছে রুপোর দাম। দেখুন আজকের সোনার দাম।

বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪৯৫টাকা (-৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৯৫৫০টাকা (-৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৯০ টাকা (-৪০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৯০০টাকা (-৪০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৯৪০টাকা (-৪০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৯৪০০টাকা (-৪০০)।

Gold Price are falling rapidly bringing joy to buyers

আরও পড়ুন: সুপারফুড ভুলে যান; শরীর চাঙ্গা রাখতে প্রতিদিন ডায়েটে রাখুন এই ফলটি, পাবেন হাজারো সমস্যার সমাধান

সোনার পাশাপাশি আজ রুপোর দাম কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৪১৫(-৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪১৫০(-৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪০৫টাকা (-৪০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪০৫০টাকা (-৪০০)।

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ে ২২ ও ২৪ ক্যারাটের সোনার দাম একই আছে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।