ধনতেরাসের আগে হুঁ হুঁ করে বাড়ছে সোনার দাম, সোমবার শহরে হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price are increasing rapidly ahead of dhanteras know todays rate

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম (Gold Price)। অক্টোবরের প্রথম থেকেই সোনার দাম আকাশছোঁয়া। বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থা ও বিশ্ব ভু রাজনীতির টালমাটাল কারণে উৎসবের মরশুমে সোনার দাম বৃদ্ধি পেয়ে চলেছে। এক নজরে দেখে নিন আজকের সোনার রেট।

সোমবার বাজারে হলুদ ধাতুর দর কত? (Gold Price)

সোনার দামে (Gold Price) আগুন। উৎসবের আবহে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১ হাজারের গণ্ডি। জানুন আজকের রেট। আজ বাজারে সোনার দাম প্রতি গ্রাম ১২,৫০৮ টাকা। যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৪৯৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৯,৪০৫ টাকা। সোনার পাশাপাশি রূপার দাম প্রতি গ্রাম ১৮০,এবং প্রতি কেজি ১,৮০,০০০ টাকার বিক্রি হচ্ছে।

Gold Price are increasing rapidly ahead of dhanteras know todays rate

আরও পড়ুন: ২০২৫ পঞ্জিকা অনুযায়ী এবারের ধনতেরাসের দিন ও তিথি প্রকাশ

একনজরে গতকালের দাম দেখে নিন:

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭৪৫টাকা (+১৭০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭৪৫০ টাকা (+১৭০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫ টাকা (+১৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫০টাকা (+১৭৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২২৯৫ টাকা (+১৭৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২২৯৫০টাকা (+১৭৫০)।

সোনার পাশাপাশি রুপোর দাম এক ঝলকে দেখে নিন। রবিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৬৮৮(-১৪৯০২) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬৮৮০(-১৪৯০২০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬৮৭টাকা (-১৪৮৯৩)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬৮৭০টাকা (-১৪৮৯৩০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা (Gold) হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে।