পুজোর আগে সোনার ঝলকে উজ্জ্বল বাজার! ৩৭ হাজার টাকায় ভরি সোনা, ক্রেতাদের নজর গয়নার দোকানে

Updated on:

Updated on:

Gold Price are rising yellow metal is being sold in abundance in the market before Puja

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত বেড়েছে। যার ফলে হলুদ ধাতু কেনা মধ্যবিত্তের পক্ষে কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তবে সোনার দাম বাড়ায় হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে। কিন্তু উৎসবের মরশুমের আগে ৯ ক্যারেট সোনার দাম কিছুটাও কম থাকায়, দেদার বিক্রি হচ্ছে হলুদ ধাতু।

৯ ক্যারেট সোনার দাম কম হওয়ায়, দেদার সোনা কিনছেন ক্রেতারা (Gold Price)

সোনা (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায় (Gold Price)।

তবে এবার সোনা প্রেমিদের জন্য সুখবর। জুলাই মাস থেকে ৯ ক্যারেট সোনার (Gold Karat) বাধ্যতামূলকভাবে হলমার্কিং এর আওতায় আনা হয়েছে। এমনই স্বীকৃতি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার (central Government)। যার ফলে উৎসবের মরশুমের আগে দেদার সোনা কিনছেন মধ্যবিত্তরা।

Gold Price are rising yellow metal is being sold in abundance in the market before Puja

আরও পড়ুন: কোলেস্টেরল ধরা পড়েছে? জীবনধারায় নিয়ে আসুন সামান্য এই পরিবর্তন…

প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাস থেকে নকারের চুলায় হলমার্কিং করার নির্দেশ জারি করেছে কেন্দ্র। সোনা থাকলে ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি থাকে অন্যান্য ধাতু। এর ফলে বাজারে সোনার দাম (Gold) লাখ টাকা পেরিয়ে গেলেও, ৯ ক্যারেট (Karat) সোনার দাম কিছুটা কম থাকে‌। কারণ , ২৪ ক্যারেট সোনার গয়না ৯৯.৯ শতাংশ খাঁটি হয়। এর ফলে এই সোনার গয়নার দাম সবসময় বেশি থাকে।

তবে সব সময় মানুষ ২৪ ক্যারেট (Karat) সোনা কিনতে পারেন না। যার ফলে অনেকে ২২ ক্যারেট সোনার গয়না বানায়। সেখানেও ২২ ক্যারেট সোনার দাম অনেক সময় ৯০ হাজারের উপরে থাকে।

তবে ৯ ক্যারেট সোনার দাম (Gold Price) বাকি ২৪ ও ২২ ক্যারেটের থেকে কম থাকায় তাও কিছু টা হলেও উৎসবের মরশুমে সোনা কিনছেন মধ্যবিত্তরা। এছাড়াও, এই উৎসবের মরশুমের আগে ৯ ক্যারেট সোনার দাম হতে পারে ৩৭ হাজার টাকা। যার ফলে ইতিমধ্যে সোনার (Gold) দোকানে  দেদার ভিড় বাড়ছেন ক্রেতারা।

(Disclaimer: সোনার গয়না কিনতে চাইলে কেনার আগে হলমার্ক ও HUID দেখে নেবেন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। বাংলা হান্ট সোনা কেনার কোনও উপদেশ দেয় না।)