বাংলা হান্ট ডেস্কঃ সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বিশেষ গুরুত্বপূর্ণ সকলের জীবনে। আর এই বিয়ের মরসুমে সোনার চাহিদা আরও বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে দামও (Gold Price)। যা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন সাধারণ মানুষজন।
সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ বুধবার সোনা নিয়ে অবশ্য সুখবর এসেছে।
বাঙালির জীবনে সোনার ভূমিকা অপরিহার্য। এই সময় বিয়ের জন্য হোক কিংবা উপহার দিতে, সোনা কম-বেশি কিনতেই হয়। এই আবহেই সুখবর দিয়ে এদিন দাম কমেছে হলুদ ধাতুর। সোনা কেনার পরিকল্পনা থাকলে এদিন আপনাদের কিছুটা হলেও সাশ্রয় হবে।
আজ ১০ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে?
এক নজরে দেখে নিন সম্পূর্ণ রেটচার্ট (Gold Price)
বুধবার কমল সোনার দাম। কলকাতায় এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে ৯৫ টাকা। ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২২১০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২২১০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৯৫০ টাকা হ্রাস পেয়েছে এদিন।
২২ ক্যারাটের পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও নিম্নমুখী। রবিবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৮৪৫ টাকা। প্রতি এক গ্রামে দাম কমেছে ১০০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৮৪৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম ১০০০ টাকা কমেছে রাতারাতি।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে সে তুলনায়।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরেই রয়েছে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! সুপ্রিম কোর্টে DA মামলার রায়দানের সম্ভাব্য দিনক্ষণ সামনে এল
রুপোর দাম
এদিকে বর্তমান সময়ে সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। আজও কি একই ট্রেন্ড? সোনার দামের পাশাপাশি রুপোর দামেও এদিন স্বস্তি মিলেছে। বুধবার কমেছে রুপোলি ধাতুর দাম। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৭৯০৫ টাকা। গতকালের থেকে ৫০ টাকা দাম কমেছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৯০৫০ টাকা। ৫০০ টাকা দাম কমেছে বুধে।












