বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে সোনা-রুপোর দাম যে উচ্চতায় পৌঁছচ্ছে তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন। বিয়ের সিজেনে সোনায় (Gold Price) হাত দেওয়াই যাচ্ছে না। এদিকে পাল্লা দিয়ে দামি হচ্ছে রুপোও। আজ সোমবার ৮ ডিসেম্বর অবশ্য সোনা-রুপোর দামে কিছুটা স্বস্তি। কারণ সপ্তাহের শুরুতেই সস্তা হলুদ ধাতু।
এমনিতেই চলছে বিয়ের মরসুম। এই সময় উপহার দেওয়ার কথা বললেই অনেকের প্রথম পছন্দ সোনা। কিন্তু পছন্দ হলেও দামের জন্য পিছিয়ে আসতে হয়। সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ তেমনই সামান্য চিন্তা কমল। সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ এ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? একনজরে দেখে নিন রেটচার্ট।

সোমবার সামান্য কমল সোনার দাম | Gold Price
সোমবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৯২৯ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৯২৯০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১৯২৯০০ টাকা। এদিন দাম ১০০ টাকা কমেছে। স্বাভাবিকভাবেই ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। সোমবার সপ্তাহের শুরুতেই ২৪ ক্যারাট সোনার দামও নিম্নমুখী।
এদিন ১ গ্রামের দাম হয়েছে ১৩০১৪ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩০১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে এদিন দাম হয়েছে ১৩০১৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। কমার সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের। ডিসেম্বর মাসে রেকর্ড সোনার দাম বৃদ্ধির অনুমান করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: একাধিক বুথে অস্বাভাবিক ছবি! ২০০২-এ নাম না থাকা ভোটার বেশি, কমিশনের নির্দেশে ফের যাচাই শুরু BLO-দের
রুপোর দাম
সোনার দামের পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। রুপোলি ধাতুর এদিন ১০০ গ্রাম কিনতে লাগবে ১৮৯৯০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৮৯৯০০ টাকা। উল্লেখ্য, দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। রুপোর দামও আগামীদিনে আরও বাড়তে পারে অনুমান বিশেষজ্ঞদের।











