রবিতেও হু হু করে নামল সোনার দাম! হলুদ ধাতু কবে নামবে ১ লাখের নীচে? জানুন আপডেট

Published on:

Published on:

gold price(17)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পর পর কমল সোনার দাম (Gold Price)। শনিবারের পর রবিবার ছুটির দিনে আরও সস্তা সোনা সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। বিয়ের মরসুম শুরু। এরই মধ্যে হলুদ ধাতু সস্তা হওয়ার মুখে স্বস্তির হাসি মধ্যবিত্তের। আজ রবিবার ৯ নভেম্বর ১ গ্রাম সোনা কিনতে কত খরচা? জেনে নিন।

আজ কত হল হলুদ ধাতুর দর? জানুন

আজ ৯ নভেম্বর কলকাতায় সোনার দাম কত কমল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের কি আরও সস্তা হবে হলুদ ধাতু? এই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের প্রতিবেদন।

কমল সোনার দাম, নিম্নমুখী গ্রাফ | Gold Price

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৫২০টাকা। যদিও খুব সামান্যই দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৫২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৫২০০০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১৫০ টাকা কমেছে ক্যারাট সোনার ক্ষেত্রে।

সস্তা হয়েছে ২৪ ক্যারাট সোনাও। ২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। রবিবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২১২০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২১২০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা করে দাম কমেছে খুচরো পাকা সোনার ক্ষেত্রে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে।

gold price(16)

আরও পড়ুন:DA মামলার রায়দান কবে? সামনে এল চূড়ান্ত দিনক্ষণ! জয়ের আশায় সরকারি কর্মীরা

দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোলি ধাতুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। রুপোর দাম বেড়েছে শনিবার। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৪৮৭০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ৮০০ টাকা দাম কমেছে।