সোনায় সোহাগা! ধপ করে পড়ল দাম, কতটা? জানুন আজকের রেট

Published on:

Published on:

gold price(24)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রবিতে বাড়ার পর পর সোমে ধপ করে কমল সোনার দাম (Gold Price)। সপ্তাহের শুরুতেই সস্তা হল সোনা। একেই শুরু হয়েছে বিয়ের মরসুম এরই মধ্যে সোনার দাম কমায় চিন্তা সামান্য কমল সাধারণ মানুষের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ২৪ নভেম্বর ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জানুন।

আজ কত হল হলুদ ধাতুর দর? Gold Price

আজ ২৪ নভেম্বর কলকাতায় সোনার দাম কত কমল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের কি আরও সস্তা হবে হলুদ ধাতু? এই সমস্ত বিষয় জেনে নিন ঝটপট।

সোমে কমল সোনার দাম, নিম্নমুখী গ্রাফ

সোমবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৫৩৪ টাকা। একদিনে অনেকটাই দাম বেড়েছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৩৪০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৫৩৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

স্বাভাবিকভাবেই ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৫৮৩ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৫৮৩ টাকা। খুচরো পাকা সোনার ক্ষেত্রে দাম এদিন কমেছে। সপ্তাহের শুরুতেই কিছুটা স্বস্তি দিল হলুদ ধাতু।

Gold Price

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। কমার সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের।

gold price(20)

আরও পড়ুন: SSC নবম-দশমের ফলপ্রকাশ কখন, কিভাবে দেখবেন? লেটেস্ট আপডেট দেখে নিন

এদিন দাম সামান্য কমেছে রুপোরও। রুপোলি ধাতুর এদিন ১০০ গ্রাম কিনতে লাগবে ১৬ হাজার ৩৯০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ ৬৩ হাজার ৯০০ টাকা। দাম কমেছে ১০০ টাকা। উল্লেখ্য, দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর গহনার এখন নজর কাড়ছে।