বাংলাহান্ট ডেস্ক : নারীদের কাছে অত্যন্ত পছন্দের জিনিস সোনা (Gold)। শুধু শখ নয়, সম্পত্তি হিসেবেও সোনার গুরুত্ব অপরিসীম। সোনার মূল্য (Gold Price) বর্তমান বাজারে কতটা তা নিয়ে বলার কিছু নেই। বিশেষ করে বিয়ের মরশুমে ব্যাপক চাহিদা বাড়ে সোনার। তবে সাধারন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সাম্প্রতিক অতীতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার দামের ঊর্ধ্বগতি।
আজকের সোনার দর (Gold Price)
কিন্তু এবার কিছুটা হলেও সোনার দামে স্বস্তি পাবেন সাধারন মানুষ। সোনার দাম (Gold Price) কমছে হু হু করে। গত চার মাসের মধ্যে সব থেকে সস্তা হয়েছে সোনা। যারা সোনার গহনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটাই সেরা সময়। গোটা পৃথিবীর মধ্যে চিন ও ভারতে রয়েছে সব থেকে বেশি সোনার (Gold) চাহিদা।
আরোও পড়ুন : ব্যাঙ্কে চাকরি করতে চান? PNB দিচ্ছে কাজের সুযোগ! মাস গেলে মিলবে মোটা টাকা বেতন
অন্যদিকে, প্রতিবেশী রাষ্ট্রে সোনার (Gold) চাহিদা কমায় কমছে দাম। পাশাপাশি ভারতে সম্প্রতি বাজেটে ছাড় দেওয়া হয়েছে সোনা ও রুপোর আমদানি শুল্কে। আর তার ফলেই বেশ কিছুটা সস্তা হয়েছে সোনার দাম। একটি পরিসংখ্যান অনুযায়ী, সোনার দাম বাজেটের পর প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬৩২৫ টাকায়।
১০ গ্রাম সোনা (Gold) বিক্রি হচ্ছে ৬৩ হাজার ২৫০ টাকায়। কলকাতায় (Kolkata) আজ ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৬৯০০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা আজ কলকাতায় বিক্রি হচ্ছে ৬৯ হাজার টাকায়। আর শহর কলকাতায় ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৫১৭৫ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫১ হাজার ৭৫০ টাকায়।