বাংলা হান্ট ডেস্ক: দিপালীর আগে সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) বর্তমানে লাখের গণ্ডি পার করেছে। তবে চলতি সপ্তাহে শুক্রবার সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জানুন আজকের লেটেস্ট রেট।
একনজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস (Gold Price)
উৎসবের মরশুমে প্রথম থেকে আকাশছোঁয়া দাম সোনার (Gold)। তার উপর সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। এবার দিপাবলীর আগে সোনার দাম কমায় কিছুটা হলেও বেঁচেছেন ক্রেতা ও বিক্রেতারা। জানুন আজকের গোল্ড রেট (Gold Rate)।
আরও পড়ুন: অ্যালার্জি, ঠাণ্ডা ও সংক্রমণ থেকে রেহাই পেতে নিয়মিত খাওয়ার ৫টি সুপারফুড
শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭৪৫টাকা (+৪৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭৪৫০টাকা (+৪৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫ টাকা (+৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫০টাকা (+৫০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২২৯৫টাকা (+৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২২৯৫০টাকা (+৫০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৯০৫(+৫১৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৯০৫০(+৫১৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৮৯৫টাকা (+৫১৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৮৯৫০টাকা (+৫১৫০)।
প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম যখন হল এখন যারা সোনা কিনবেন ভাবছেন কিনে নিন। কারণ সামনেই বিয়ের মরশুম আসছে। এর পর আবার বাড়তে পারে হলুদ ধাতুর দর (Gold Price)।