বাংলাহান্ট ডেস্ক : অগাস্টের শেষে চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম (Gold Price)। আবারও লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল হলুদ ধাতুর দাম। কিন্তু পিতৃপক্ষ শুরু হতেই বদল এল সোনার দরে। উৎসবের মরশুমে অনেকেই ভিড় জমান সোনার (Gold Price) দোকানে। আবার পুজো মিটলেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। আর সে সময় সোনার (Gold Price) দোকানগুলিতেও ব্যস্ততা থাকবে দেখার মতো।
সপ্তাহের শুরুতে কমল সোনার দাম (Gold Price)
গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে কয়েক মাসের মধ্যেই লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর (Gold Price)। এমতাবস্থায় সামান্য দাম কমলেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। এবার সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা পতন হয়েছে সোনার দামে। সোনা (Gold Price) কেনার প্ল্যান থাকলে এখনই ঢুঁ মারতে পারেন দোকানে।
কত করে চলছে পাকা সোনার দর: ৮ ই সেপ্টেম্বর সোমবার কলকাতায় ২৪ ক্যারাট ১ গ্রাম সোনা কিনতে গেলে খরচ পড়বে ১০,৮৪৮ টাকা অর্থাৎ ১০ গ্রামে দাম পড়বে ১ লক্ষ ৮ হাজার ৪৮০ টাকা! ২৪ ক্যারাট ১০০ গ্রাম সোনা (Gold Price) কিনতে গেলে দাম পড়বে ১০ লক্ষ ৮৪ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন : ফলের লোভ দেখিয়ে বারবার ধর্ষণ, বিবাহিত যুবকের লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা! সন্তানের জন্ম দিতেই…
আজ গয়না সোনা কিনতে কত খরচ: অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা (Gold Price) অর্থাৎ ২২ ক্যারাটের হলমার্কযুক্ত গয়না সোনা কিনতে গেলে দাম পড়বে গ্রাম প্রতি ৯,৯৪৪ টাকা। অর্থাৎ ৯৯ হাজার ৪৪৪ টাকা পড়বে ১০ গ্রামের জন্য। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম (Gold Price) আজ চলছে ৮,১৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ৮১ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম রূপোর দাম এদিন রয়েছে ১২,৭৯০ টাকা। ১ কেজি রূপোর দাম রয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। সোনার (Gold Price) মতোই ১০০ টাকা কমেছে রূপোর দাম।
আরও পড়ুন : ইলিশের দামে হাহাকার বাংলাদেশে, পদ্মার মাছের স্বাদ কি এবার পাবে এপার বাংলা?
দাম বাড়ুক বা কমুক, সোনার চাহিদাও কিন্তু বৃদ্ধির পথেই। দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold Price) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় বিনিয়োগ বৃদ্ধির মতো কারণে সোনার দাম বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।