বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

সোনার দামে বড় পতন(Gold Price), স্বস্তি জনগণের
চলতি সপ্তাহের বৃহস্পতিবার কিছুটা সোনার দাম বেড়েছিল। কিন্তু শুক্রবার ফের কমলো সোনার দাম। বাংলার বাজারে শুক্রবার অনেকটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন।
২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত প্রায় ৪৫ শতাংশের কাছাকাছি সোনার দাম বেড়েছে।এমনকি ২০২৪ সালে জুলাই মাসে ভারতে ২৪ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম ছিল প্রায় ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু, ২০২৫ সালে জুন মাসের শেষের দিকে সোনার দাম হুড়মুড়িয়ে নেমেছে। এতে স্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ।
এক নজরে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্ৰাম ওজনের সোনা কিনতে দাম পড়ছে ৯৬৯৯ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম ওজনের সোনা কিনতে দাম পড়ছে ৯২১৫টাকা। ২২ক্যারেট ১ গ্ৰাম ওজনের সোনা বিক্রির ক্ষেত্রে দাম পড়ছে ৮৮২৬ টাকা। এছাড়াও, ১৮ক্যারেট ১ গ্রাম ওজনের সোনার দাম পড়ছে ৭৫৬৫ টাকা। পাশাপাশি রুপো (৯৯৯) ১ কেজি ওজনের দাম পড়ছে ১,০৮,০৬৫ টাকা। সোনা ও রুপক কেনার সময় লিখিত দেওয়া দামের সঙ্গে আরো ৩ শতাংশ GST যুক্ত হবে।
‘আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে’, TMC বিধায়কের দাবিতে শোরগোল