বছর শেষে সোনার দাম ঊর্ধ্বমুখী! মধ্যবিত্তের পকেটে চাপ, দেখুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price find out the price of gold in the market at the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষ হতে আর কয়েকটা দিন। তবে বছর শেষ হওয়ার আগে আবারও বাড়ল সোনার দাম (Gold Price) যার ফলে কাল ঘাম ছুটলো মধ্যবিত্তের। আপনিও যদি আজ গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে একবার দেখে নিন আজকের লেটেস্ট রেট।

বছর শেষে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সপ্তাহের শেষে কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price) । যদিও এরআগে এক ধাক্কায় এর আগে কিছুটা কমেছিল সোনার দাম। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। কারণ,  বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডিতে রয়েছে। তাছাড়া আসছে বছর সোনার দাম  আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, দেখে নিন আজকের রেট (Gold Price)।

Gold Price find out the price of gold in the market at the end of the year

আরও পড়ুন: কী আছে চিন্তাফুতে? শীতের ছুটির কেন সান্দাকফুর বিকল্প হয়ে উঠছে এই পাহাড়

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩১৯৫ টাকা (+১০০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১৯৫০টাকা (+১০০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৮০ টাকা (+১০০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৮০০টাকা (+১০০০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৮১০টাকা (+১০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৮১০০টাকা (+১০০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২৯৩০ (+৭৮০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২৯৩০০(+৭৮০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২৯২০টাকা (+৭৮০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২৯২০০টাকা (+৭৮০০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।