বাংলা হান্ট ডেস্ক: অবশেষে কমলো সোনার দাম(Gold Price)। পাশাপাশি চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবার দামের পরিবর্তনের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে।
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম কত যাচ্ছে? (Gold Price)
বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। পাশাপাশি সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচে আমজনতা।সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
আজ অর্থাৎ শুক্রবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৮০ টাকা (-১৪৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৮০০ টাকা (-১৪৫০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৭৫ টাকা (-১৫০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৭৫০ টাকা (-১৫০০)। এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৯২৫ টাকা (-১৫০)। ও ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৯২৫০ টাকা (-১৫০০)। এছাড়াও আজ সোনার পাশাপাশি রুপোর দাম কমেছে। আজ খুচরো ১০০ গ্ৰাম রুপোর দাম ১১৫৬৫ টাকা (-৭৫)। ১ কেজি খুচরো রুপোর দাম ১১৫৬৫০ টাকা (-৭৫০)। পাশাপাশি, ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৫৫৫ (-৭৫) ও ১ কেজি রুপোর বাটের দাম ১১৫৫৫০ (-৭৫০)।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে বদলে যাবে UPI এর নিয়ম, না জানলে সমস্যায় পড়তে পারেন আপনি
এক নজরে বৃহস্পতিবারের সোনা ও রুপোর দাম দেখে নিন। বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়েছে ৯৬২৫ (+৯০) টাকা। ২২ ক্যারেট (Carat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৬২৫০ (+৯০০) টাকা। খুচরো ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১২৫ (+৯৫) টাকা। ১০ গ্ৰামের দাম ১০১২৫০ (+৯৫০) টাকা। গতকাল ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনারবাট কিনতে পড়েছে ১০০৭৫ টাকা(+৯৫)। ১০ গ্ৰাম পাকা সোনারবাট কিনতে পড়েছে ১০০৭৫০ টাকা(+৯৫০)। সোনার পাশাপাশি রুপোর (Silver Price) গতকালের দাম – খুচরো ১০০ গ্ৰাম কিনতে আপনাকে দিতে হয়েছে ১১৬৪০ টাকা। ১কেজি কিনলে দিতে হয়েছে ১১৬৪০০ টাকা। এছাড়াও, গতকাল ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ছিল ১১৬৩০ টাকা। এবং ১ কেজি রুপোর বাটের দাম ছিল ১১৬৩০০ টাকা।
সোনার দামের বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।