সোনার দামে বড় বদল! দেখে নিন ১ গ্ৰাম কিনতে আজ কত খরচ পড়বে…

Published on:

Published on:

Gold Price have dropped see how much it costs to buy 1 gram today

বাংলা হান্ট ডেস্ক: হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর।

এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)

চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিকরা। আজ ২৪ ক্যারেট ১গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৮৮২৯ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনার সোনা কিনতে গেলে দিতে হবে ৮০৯৯ টাকা। আজ ১ গ্ৰাম রুপো কিনতে গেলে দিতে হবে ১০৬১২ টাকা। উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হয়েছে ৯৭৯৬ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হয়েছে ৯৩৮০টাকা। রুপো(৯৯৯) ১ কেজির দাম পড়েছে ১,১৪,১৭০টাকা।

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price have dropped see how much it costs to buy 1 gram today

আরও পড়ুন: মাটিতে না অবতরন করিয়ে ‘ড্রাগনে’ করে প্রশান্ত মহাসাগরে কেন নামলেন শুভাংশুরা! কারন জানলে থ হবেন

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। সূত্রের খবর,এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।