নতুন বছরেই ধাক্কা! ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বাড়ায় কপালে ভাঁজ মধ্যবিত্তের, জানুন আজকের রেট?

Published on:

Published on:

Gold Price have increased ahead of the wedding season know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর পড়তে না পড়তে আকাশচুম্বী সোনার দাম (Gold Price)। এই হলুদ ধাতুর দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি সামনেই আসছে বিয়ের মাস। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করেন। এবার আপনিও যদি এই মুহূর্তে সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

বিয়ের মাসের আগে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা গহনার পাশাপাশি সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price have increased ahead of the wedding season know todays rate

আরও পড়ুন: অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি আপডেট

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩১১৫ টাকা (+১১০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩১১৫০ টাকা (+১১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৭৯৫ টাকা (+১১০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৭৯৫০টাকা (+১১০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৭৩০ টাকা (+১১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৭৩০০টাকা (+১১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৫৯০(+৭৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৫৯০০(+৭৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৫৮০ টাকা (+৭৩৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৫৮০০ টাকা (+৭৩৫০)।

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তখন সোনার গয়নাটি পুরোপুরি খাঁটি হয় না।এছাড়াও সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হলে সোনার রং বদলে যায়। প্রসঙ্গত, যারা সঞ্চয়ের জন্য সোনা গহনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।