বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন! জেনে নিন আজকের লেটেস্ট প্রাইস

Published on:

Published on:

Gold Price have started falling know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। কারণ আবার কমল সোনার দাম (Gold Price)। বিয়ের মরশুমে সোনার দাম ক্রমাগত কমার ফলে স্বর্ন দোকানে বেশ ভীড় দেখা যাচ্ছে। তাছাড়া এই সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তো একনজরে দেখে নিন আজকের লেটেস্ট সোনার দাম।

হঠাৎ কমতে শুরু করেছে সোনার দাম, জানুন আজকের প্রাইস (Gold Price)

প্রতিটি মধ্যবিত্তের কাছে, সঞ্চয় হোক কিংবা অলংকার হিসাবে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। আজকে বাজারে সোনার দাম কত যাচ্ছে একবার দেখে নিন (Gold Price)।

Gold Price have started falling know todays rate

আরও পড়ুন: পেঁয়াজকলি শুকিয়ে যাচ্ছে? মৌরলা মাছের সঙ্গে রান্না করুন সুস্বাদু চচ্চড়ি, প্রণালী রইল

শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২০০৫টাকা (+১৫৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২০০৫০টাকা (+১৫৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬৩০টাকা (+১৬০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬৩০০টাকা (+১৬০০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৫৭০টাকা (+১৬০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৫৭০০টাকা (+১৬০০)।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৬১৮০(+৪৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬১৮০০(+৪৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬১৭০টাকা (+৪৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬১৭০০টাকা (+৪৪০০)।

মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। এছাড়াও, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।