বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে (Gold Price)। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এর দামের পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপো সস্তা হয়েছে নাকি ব্যয়বহুল হয়েছে।
এক নজরে দেখে নিন আজকে সোনার দাম কত যাচ্ছে (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন আজকের রেট চার্ট – বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়ছে ৯৬২৫ (+৯০) টাকা। ২২ ক্যারেট (Carat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ৯৬২৫০ (+৯০০) টাকা। খুচরো ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১২৫ (+৯৫) টাকা। ১০ গ্ৰামের দাম ১০১২৫০ (+৯৫০) টাকা। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনারবাট কিনতে পড়বে ১০০৭৫ টাকা(+৯৫)। ১০ গ্ৰাম পাকা সোনারবাট কিনতে পড়বে ১০০৭৫০ টাকা(+৯৫০)। সোনার পাশাপাশি রুপোর (Silver Price) আজকের দাম – খুচরো ১০০ গ্ৰাম কিনলে আপনাকে দিতে হবে ১১৬৪০ টাকা। ১কেজি কিনলে দিতে হবে ১১৬৪০০ টাকা। এছাড়াও, আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৬৩০ টাকা। এবং ১ কেজি রুপোর বাটের দাম ১১৬৩০০ টাকা।
আরও পড়ুন: ভাইরাল উত্তরবঙ্গের ‘পেহেলগাম’! হারিয়ে যাওয়ার নতুন এই ঠিকানা কোথায় জানেন?
উল্লেখ্য, গতকাল অর্থাৎ, বুধবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়েছে ৯৫৩৫ টাকা (+৮৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৫৩৫০ টাকা (+৮৫০)। কাল ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ছিল ১০০৩০ টাকা (+৮৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ১০০৩০০ টাকা (+৮৫০)। গতকাল ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্ৰামের দাম ছিল ৯৯৮০ টাকা (+৮৫)। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্ৰামের দাম ৯৯৮০০ টাকা (+৮৫০)। সোনার পাশাপাশি গতকাল রুপোর দামও (Silver Price) বৃদ্ধি পেয়েছে। বুধবার ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৫০৫ টাকা (+১৩০)। ১কেজি রুপোর বাটের দাম ১১৫০৫০ টাকা (+১৩০০)। পাশাপাশি, ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম ১১৫১৫ (+১৩০)। ১কেজি খুচরো রুপোর দাম যথাক্রমে ১১৫১৫০ টাকা (+১৩০০) ।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।