বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। আজ ১৪ জুলাই সোমবার সপ্তাহের শুরুর দিনে সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। আবারওসোনার দাম বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট। প্রসঙ্গত, সাধারণত ডলারের বিপরীতে টাকার দাম, অপরিশোধিত তেলের দাম ইত্যাদির উপর নির্ভর করে সোনার দাম। এর উপর ভিত্তি করে সোনা কিংবা রুপোর দর কখনও বাড়ে আবার কখনও কমে।
বৃদ্ধি পেল সোনার দাম, দেখুন নতুন রেট চার্ট (Gold Price)
সোমবার ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৯৭৯৬ টাকা। গতকাল ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হয়েছে ৯৬৭০টাকা। আজ ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হবে ৯৩৮০টাকা। রবিবার ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হবে ৯৩৩৫ টাকা। প্রসঙ্গত, আজকে সোনার সঙ্গে রুপোর দাম কিছুটা বেড়েছে। আজ রুপো(৯৯৯) ১ কেজির দাম পড়বে ১,১৪,১৭০টাকা। রবিবার রুপো(৯৯৯) ১ কেজির দাম ছিল ১১০৮০০ টাকা।
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: উধাও বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী, আলিপুর চিড়িয়াখানার প্রানীর হিসেবে ভয়ঙ্কর গরমিল সামনে
বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে।