বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে আবার সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। আজ ৯ ডিসেম্বর সোনার দামে (Gold Price) ফের লাফ দেখা গেল। বেড়ে গেল সোনার দাম বাংলায়। দেখে নিন সোনা কিনতে গেলে আজ কিনতে কত খরচ হবে।
বৃদ্ধি পেল সোনার দাম, দেখুন নতুন রেট চার্ট (Gold Price)
বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। পাশাপাশি সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচে আমজনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জানুন আজকের লেটেস্ট প্রাইস।

আরও পড়ুন: শীতের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন দার্জিলিং এর এই অফবিট গ্ৰাম থেকে
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৩০৫ টাকা (+৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৩০৫০ টাকা (+৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯৪৫ টাকা (+৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯৪৫০টাকা (+৪০০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৮৮০টাকা (+৪০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৮৮০০টাকা (+৪০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৯৫৫ (০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৯৫৫০ (০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৯৪৫টাকা (০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৯৪৫০টাকা (০)।
সোনার দামের (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।












