সোনার দাম দেখে মাথায় হাত সকলের! রবিতে বাড়ল না কমল? রেটচার্ট দেখে নিন এক ক্লিকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনার ঘন ঘন মুড সুইং। কখনও দাম ধুপ করে কমছে, কখনও আবার বাড়ছে। একদিন কমলে পরেরদিন বেড়ে যাচ্ছে অনেকটাই। রবিতেও সেই ট্রেন্ড। বিয়ের মরসুম পড়তেই সোনার-রুপো দুই ধাতুর দাম বাড়ল (Gold Price)। রবিবার এক ধাক্কায় দাম বাড়ল সোনার। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ কত রেট হল হলুদ ধাতুর? রইল রেটচার্ট।

বিয়ের মরসুমে সোনার দাম বাড়ায় বাড়ছে চিন্তা। আজ রবিবার ২৩ নভেম্বর কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? ২২, ২৪ ক্যারাট সোনা কিনতে কত দাম পড়বে? জেনে নিন। দাম বাড়ায় সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকলে, এদিন একটু বেশিই অর্থ ব্যয় হয়।

রবিবার বাড়ল সোনার দাম | Gold Price

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮৬৫ টাকা। একদিনে ১৬৫ টাকা বেড়েছে দাম। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে। হয়েছে ১১৮৬৫০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১৬৫০ টাকা করে। আর ১০০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম হয়েছে ১১৮৬৫০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৪৮৫ টাকা। প্রতি গ্রামে ১৭৫ টাকা করে দাম বেড়েছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৪৮৫০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে কলকাতায় খুচরো পাকা সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ১৭৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। যদিও এই মুহূর্তে সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। অর্থাৎ বিয়ের মরসুমে সোনা নিয়ে চিন্তা কাটবে না।

gold price(22)

আরও পড়ুন: DA মামলার রায়দান শীঘ্রই? রাজ্য সরকারি কর্মচারীদের নেতা বললেন, এ বছর…

রুপোর দাম:

উপহার হোক বা সঞ্চয় বাঙালির জীবনে রুপোর গুরুত্ব অপরিসীম। রবিবার সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৫০৫ টাকা। ২৮৫ টাকা দাম বেড়েছে। এদিন ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১৫৫০৫০ টাকা। প্রতি কেজিতে ২৮৫০ টাকা করে দাম বেড়েছে।