ধনতেরাসে সোনা কিনবেন? সেপ্টেম্বরের শুরুতেই কমতে পারে দাম, কত সস্তা হবে হলুদ ধাতু?

Published on:

Published on:

Gold Price drop sharply on tuesday happy buyers know todays rate

বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বর থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। তারপর রয়েছে বিয়ের মরশুমও। সেই সঙ্গে সোনার (Gold Price) দোকানগুলিতেও বাড়বে ভিড়। এদিকে হলুদ ধাতুর দাম চড়া। গত কয়েক মাস ধরে একটানা চড়ার দিকেই থেকেছে সোনার (Gold Price) দাম। তবে সম্প্রতি জিএসটি কাঠামোয় বড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে পরিবর্তন হবে সোনার দামেও।

সোনার (Gold Price) দামে আসতে পারে বড় পরিবর্তন

সূত্রের খবর বলছে, সোনায় (Gold Price) ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত কমতে পারে জিএসটি। এমনই চিন্তা ভাবনা রয়েছে কেন্দ্রের। বর্তমানে সোনায় জিএসটির পরিমাণ ৩ শতাংশ। তবে সূত্রের খবর বলছে, উৎসবের মরশুমে তা কমে আড়াই বা দুই শতাংশে নেমে আসতে পারে। সূত্র মারফত শোনা যাচ্ছে, সোনার (Gold Price) গয়না, সোনার বার, রত্ন এবং স্বর্ণমুদ্রায় জিএসটি হ্রাসের নিয়ম লাগু হবে।

Gold price may drop if gst is revised

সোনার জিএসটিতে কত বদল হবে: সহজ হিসেব বলতে গেলে, বর্তমানে কোনও ব্যক্তি যদি এক লক্ষ টাকার সোনা (Gold Price) কেনেন, তবে জিএসটি বাবদ তাকে দিতে হয় ৩ হাজার টাকা। নতুন কর কাঠামোয় যদি জিএসটির পরিমাণ ২ শতাংশে নেমে আসে তাহলে জিএসটি হিসেবে ২ হাজার টাকা দিতে হবে। সোনার (Gold Price) গয়নার ক্ষেত্রে মজুরির উপরে জিএসটির পরিমাণ ধার্য হয় ৫ শতাংশ। তবে সেক্ষেত্রে কিছু বদল হবে না বলেই খবর। যদিও সোনায় জিএসটি কমলে ক্রেতাদের অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : অসম্পূর্ণ থেকে গেল গল্প, ৯ বছর পরেও আক্ষেপ দর্শকদের, ‘ধূমকেতু ২’ নিয়ে বড় মন্তব্য দেবের

কত বেড়েছে দাম: চলতি বছরের অগাস্ট মাসে ২ শতাংশ বৃদ্ধি পায় সোনার (Gold Price) দাম। বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন কারণের জেরে হলুদ ধাতুর দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতেই ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই নতুন জিএসটি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : এক টিকিটেই হাওড়া ময়দান থেকে বিমানবন্দর, মাঝে কতবার মেট্রো বদল করতে হবে? জেনে রাখুন

প্রসঙ্গত, আজ ২৫ শে অগাস্ট কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯৬ হাজার টাকা। ২৪ ক্যারেট অর্থাৎ খুচরো সোনার দাম রয়েছে ১ লক্ষ ১ হাজার টাকা। এদিন দাম বেড়েছে সোনায়।