উৎসবের মরশুমে সোনার দাম আকাশচুম্বী! আজ ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ হবে জানেন?

Published on:

Published on:

Gold Price on fire how much will it cost to buy 10 grams of the yellow metal today

বাংলা হান্ট ডেস্ক: ধনতেরাসের দিন আবারও আকাশ ছোঁয়া দাম সেনার। যার ফলে এই মুহূর্তে সোনার গহনা কিনতে ভয় পাচ্ছে মধ্যবিত্তরা। তবে আপনি যদি এই মুহূর্তে সোনার গহনা কিনবেন ভাবছেন তাহলে একনজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস (Gold Price)।

ধনতেরাসের দিন বাজারে সোনার দাম কত জানুন (Gold Price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এবার এক নজরে আজকের গোল্ড রেট দেখে নিন (Gold Price)।

Gold Price on fire how much will it cost to buy 10 grams of the yellow metal today

আরও পড়ুন: পকেট ফাঁকা হলেও ঘুরতে যেতে পারবেন! জানুন কম খরচে ভ্রমণের জায়গাগুলো

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৫১০টাকা (+৩০০)। শনিবার ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৫১০০টাকা (+৩০০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩১৬০ টাকা (+৩১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩১৬০০টাকা (+৩১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩০৯৫টাকা (+৩১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩০৯৫০টাকা (+৩১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৩৭০(-১৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৩৭০০(-১৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৩৬০ টাকা (-১৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৩৬০০টাকা (-১৯৫০)।

বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে সামনেই বিয়ের মরশুমে সোনার দাম (Gold Price) দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে।