বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত সোনার দামের উত্থান পতন লেগে রয়েছে (Gold price)। জন্ম জন্মাষ্টমীর দিন থেকে কিছুটা হলেও সোনার দাম কম ছিল। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ নাগরিক। তবে অগস্টের তৃতীয় সপ্তাহে এসে সোনার দাম আবারও উর্ধ্বমুখী। এর ফলে আবারো পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন আজকের সোনার দাম।
আজ বাজারে সোনার দাম কত? (Gold price)
কলকাতার বাজারে আজ আবার বাড়ল সোনার দাম। জন্মাষ্টমীর দিন থেকে কিছুটা সস্তা হয়েছিল সোনা (Gold)। তবে আবারও সোনার দাম উর্ধ্বমুখী। আজ বাজার কলকাতায় ২৪ ক্যারেট (Karat) এক গ্রাম সোনার দাম ৯৯৬০ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে হলে দিতে হবে আজ ৯৪৬৫ টাকা। ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা বেচলে আপনি পাবেন ৯০৬৩ টাকা। আজ ১৮ ক্যারেটের দাম পড়ছে ৭৭৭০ টাকা ১ গ্ৰামে। এছাড়াও আজ ১ কেজি রুপোর দাম (Silver Price) ১,১৪,৪৪৭ টাকা।
আরও পড়ুন: পুজোর আগে টোনড ফিগার চান? ডায়েটে রাখুন এই ৩ ধরণের খাবার, মেদ গলবে দ্রুত
গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা (Gold) কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।
এছাড়াও সোনা কেনার সময় সবসময় ক্যারেট (Karat) দেখে কিনতে হয়। কারণ, ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) যেমন বেশী থাকে। তেমনি ২৪ ক্যারেট সোনায় খাদ কম থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।
সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এছাড়া সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। তবে উৎসবের মরশুমের আগে নতুনভাবে সোনার দাম বাড়ায় আবারও চিন্তার ভাঁজ মাথায় পরলো মধ্যবিত্তের।