বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দর বৃদ্ধি পাওয়ার ফলে যথারীতি মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তার ওপর সামনেই আসছে ধনতেরাস ও বিয়ের মরশুম। কিন্তু সোনার দাম এতটা বৃদ্ধি পাওয়ার ফলে এখন যথারীতি গহনা কিনতে গিয়ে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এমনকি এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে বিক্রেতাদের। তো এক নজরে দেখে নিন বৃহস্পতিবার বাজারে হলুদ ধাতুর দর কত।
এক নজরে দেখে নিন আজকে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত যাচ্ছে (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত সঞ্চয়ের জিনিস। শুধুমাত্র যে গহনা হিসেবে সোনা ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। দেখুন আজকের রেট (Gold Price)।
আরও পড়ুন: শীতকালে কেরালার যাত্রা! প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন এই জায়গা গুলো থেকে
বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭০০টাকা (+২৪০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭০০০টাকা (+২৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩০৫ টাকা (+২৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩০৫০টাকা (+২৫০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২২৪৫টাকা (+২৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২২৪৫০টাকা (+২৫০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৩৯০(+৩৬৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৩৯০০(+৩৬৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৩৮০টাকা (+৩৬৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৩৮০০টাকা (+৩৬৫০)।
প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট উল্লেখ থাকে। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা (Gold) কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন।