রবিবার সোনার দামে আগুন, ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত খরচ হবে জানুন?

Published on:

Published on:

Gold Price soar on sunday know how much it will cost to buy 1 gram of the yellow metal

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত বেড়েই চলেছে হলুদ ধাতুর দর (Gold Price)‌। এই উৎসবের মরশুমে সোনার দাম বৃদ্ধি পাওয়া যথারীতি কপালে ভাজ পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। তার ওপর সামনেই আসছে ধনতেরাস। ওই সময় বহু মানুষ সোনা অথবা রুপোর জিনিস কিনে থাকেন। কিন্তু বর্তমানে সোনার দাম যা হয়েছে। তাতে এই ধাতু কিনতে ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। সপ্তাহের শেষে বাজারে হলুদ ধাতুর দর কত এক নজরে দেখে নিন।

রবিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে উৎসবের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। এক নজরে জানুন আজকের গোল্ড প্রাইস (Gold Price)।

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭৪৫টাকা (+১৭০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭৪৫০ টাকা (+১৭০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫ টাকা (+১৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৩৫৫০টাকা (+১৭৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২২৯৫ টাকা (+১৭৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২২৯৫০টাকা (+১৭৫০)।

Gold Price soar on sunday know how much it will cost to buy 1 gram of the yellow metal

আরও পড়ুন: পুজোর পর ঘুরতে বেরোবেন? সাশ্রয়ী ও সুন্দর স্থানগুলির তালিকা দেখে নিন এখনই

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৬৮৮(-১৪৯০২) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬৮৮০(-১৪৯০২০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬৮৭টাকা (-১৪৮৯৩)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬৮৭০টাকা (-১৪৮৯৩০)।

বিশেষজ্ঞদের মতে গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, মধ্যবিত্তের পক্ষে সোনা (Gold) কেনা কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে।