সোনায় সোহাগা! ফের কমল সোনার দাম, দেখে নিন আজকের রেট

Published on:

Published on:

Gold Price the price of yellow metal has decrease a lot in one go what is the price of 1 gram of gold

বাংলা হান্ট ডেস্ক: এক ধাক্কায় নামলো অনেকটাই সোনার দাম (Gold Price)। যদিও এই সোনার দাম গত মাসের শুরুর দিকে এবং এই মাসে প্রথমে এক লাখের গণ্ডি পার করেছিল। কিন্তু বিগত কিছুদিন ধরে সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছে ক্রেতারা। এই সোনার দাম কমায় ক্রেতাদের পাশাপাশি স্বস্তি পেয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বুধবার বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)

দেখতে দেখতে বিগত কিছু দিনে সোনার দাম (Gold Price) কিছুটা কমেছে। এর ফলে হাত ছেড়ে বেঁচেছেন ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়াও ভারতের যেকোনো উৎসবে সোনা দেওয়ার রীতিনীতি রয়েছে। সোনা কেনাকে শুভ কাজের সঙ্গে অনেক সময় তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। আর এই উৎসবের অথবা বিয়ের মরশুমে সোনার দাম কমায় কিছুটা হলেও চিন্তার থেকে মুক্তি পেয়েছেন সাধারণ নাগরিক। এক নজরে দেখে নিন আজ বাজার কলকাতায় হলুদ ধাতুর দর কত।

বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫৪৫টাকা (-৩৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫৪৫০টাকা (-৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৪০ টাকা (-৪০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০০৪০০টাকা (-৪০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৯৯০টাকা (-৪০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৯৯৯০০টাকা (-৪০০)। Gold Price the price of yellow metal has decrease a lot in one go what is the price of 1 gram of gold

আরও পড়ুন: বিরিয়ানি দেওয়ার সময় হাঁড়িতে হাতা ঠুকে আওয়াজ কেন করেন বিক্রেতা? ৯৯% মানুষই বলতে পারবেন না

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৪১৫(-২০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪১৫০ (-২০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪০৫ টাকা (-২০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪০৫০ টাকা (-২০০)।

সোনা (Gold) কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের (Karat) হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম (Gold Price) কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।